GATE Result 2023 : দেখে নিন গেট পরীক্ষার রেজাল্ট,জেনে নিন চেক করবেন কিভাবে?

0
gate result 2023

প্রকাশিত হল গেট পরীক্ষার রেজাল্ট (GATE 2023)। আগেই কানপুর আইআইটি (Kanpur IIT) কতৃক গেট (GATE Exam) পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ ১৬ ই মার্চ (বৃহস্পতিবার) জানানো হয়েছিল।

এবছরের ৩ জানুয়ারি থেকে শুরু হয় গেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া,তারপরে গত ফেব্রুয়ারী মাসের ৪,৫,১১ ও ১২ তারিখে সারা দেশ জুড়ে কম্পিউটার বেসড টেস্ট সিস্টেমে (CBT) অনুষ্ঠিত হয়েছিল গেট পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারী প্রকাশ করা হয় ক্যান্ডিডেট রেসপন্স পোর্টাল (Candidate’s Response Portal)। ২১ফেব্রুয়ারী প্রকাশ করা হয় আনসার কি (Gate Answer Key)। ২২ ফেব্রুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারী পরীক্ষার্থীরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আনসার কি এর মধ্যে কোন ভুল খুঁজে পায় তবে তা চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয়। রেজাল্ট প্রকাশের পর আগামী ২১মার্চ (মঙ্গলবার) পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবে (GATE Scorecard Download)।

(NEET PG 2023 Result : দেখে নিন রেজাল্ট,জেনে নিন Neet PG 2023 Cut Off Marks)

মোট ২৯ টি বিষয়ের উপর এবার পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতি পরীক্ষার সময়সীমা রাখা হয়েছিল ৩ ঘন্টা করে।

কিভাবে চেক করতে হবে গেট ২০২৩ পরীক্ষার রেজাল্ট :

  • প্রথমে গেটের অফিসিয়াল ওয়েবসাইট gate.iitk.ac.in এ যেতে হবে।
  • হোমপেজে ‘GATE 2023 Result’ অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে।
  • পরের পেজে পরীক্ষার্থীকে প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে দিয়ে লগ ইন করলে রেজাল্ট দেখা যাবে।

GATE অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং হল (Graduate Aptitude Test in Engineering) ইঞ্জিনিয়ারিং,আর্টস,কমার্স,আর্কিটেকচার ইত্যাদি বিভিন্ন কোর্স স্নাতকোত্তর ও ডক্টরেট করার প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষাটি ন্যাশনাল কো-অর্ডিনেশন বোর্ড -GATE, উচ্চশিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয়,ভারত সরকার কতৃক পরিচালিত হয়। Gate 2023পরীক্ষা সংগঠনের দায়িত্বে ছিল আইআইটি কানপুর (IIT Kanpur) এবং সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স,ব্যাঙ্গালোর সহ বোম্বে আইআইটি,দিল্লি আইআইটি,গুয়াহাটি আইআইটি,রুরকি আইআইটি,খড়গপুর আইআইটি  ও মাদ্রাস আইআইটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *