NEET PG 2023 Result : দেখে নিন রেজাল্ট,জেনে নিন Neet PG 2023 Cut Off Marks.
মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে প্রকাশিত হল NEET PG 2023 পরীক্ষার রেজাল্ট। মোট ২ লাখ ৯ হাজার ছাত্র স্নাতকোত্তরের ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা NEET PG জন্য আবেদন করেছিল। ন্যাশনাল বোর্ড অফ এক্সাম ইন মেডিকেল সাইন্স (NBEMS) কতৃক পরিচালিত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত ৫ মার্চ,২০২৩। সারা দেশেজুড়ে ২৭৭ টি শহরের ৯০২ টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল নিট।
নিট পরীক্ষায় মোট ২০০ টি প্রশ্ন থাকে যার প্রত্যেকটির মান ৪ নম্বর করে। আছে নেগেটিভ মার্কিং,প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে। পরীক্ষাটি মোট ৮০০ নম্বরের। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমডি (MD)/এমএস (MS)/ডিএনবি (DNB)/ ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ পাবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মান্ডবিয়া টুইট করে নিট পিজি ২০২৩ এর ফল প্রকাশের (NEET PG 2023 Result) খবর জানান। তিনি টুইটারে লেখেন ‘আজ NEET-PG 2023 রেজাল্ট প্রকাশিত হল। সকল সফল পরীক্ষার্থীদের অভিনন্দন।’ সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করে অতি দ্রুত রেকর্ড সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য তিনি NBEMS কে অভিনন্দন জানান।
(AFCAT Result 2023 : জেনে নিন কিভাবে দেখবেন AFCAT 1 2023 পরীক্ষার রেজাল্ট)
কিভাবে চেক করবেন NEET PG 2023 পরীক্ষার ফলাফল :
প্রথমে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনের (National Board of Examination) অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in বা nbe.edu.in. যেতে হবে।
হোমপেজে Result of NEET-PG 2023 অপশনে ক্লিক করলে একটি পিডিএফ আপনার ডিভাইসে ডাউনলোড হবে।
ডাউনলোড করা পিডিএফে গিয়ে click here to view the result of NEET-PG 2023 এ ক্লিক করলে লিস্ট খুলে যাবে।k
জেনে নিন কত হল Neet PG 2023 Cut Off Marks :
জেনারেল | পারসেন্টাইল | নম্বর |
General/EWS | 50th Percentile | ২৯১ |
General/PwDB | 45th Percentile | ২৭৪ |
SC/ST/OBC (Including PwDB of SC/ST/OBC | 40th Percentile | ২৫৭ |