ভোটার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই,মোবাইল থেকে ডাউনলোড করে নিন তাড়াতাড়ি;জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি।

voter card online download west bengal

ভারতের নাগরিকদের ভোট দানের জন্য প্রমাণ হিসেবে ভোটার আইডি কার্ড (Voter ID Card) দেখাতে হয়। ভারত সরকার দেশের প্রত্যেক নাগরিকের জন্য ভোটার কার্ড বানানো বাধ্যতামূলক করেছে। আধার কার্ড,প্যান কার্ডের মত ভোটার কার্ডও একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। আধার কার্ড চালু হওয়ার আগে ভোটার কার্ডই ছিলো ভারতীয় নাগিরকদের প্রধান পরিচয় পত্র। আর এই ভোটার কার্ড শুধু মাত্র ভোট দানে ক্ষেত্রে নয়,এটি নাগরিকত্বের পরিচয় সহ বিভিন্ন জায়গায় প্রমাণ হিসেবেও ব্যবহৃত হয়। এই কার্ডে ব্যক্তির নাম,ঠিকানা,বয়স ভোটার আইডি নম্বর ইত্যাদি দেওয়া থাকে।

অনেকেই এমন আছেন যাদের ভোটার কার্ড হারিয়ে যায়। আর একবার হারিয়ে গেলে নতুন ভাবে ভোটার কার্ড বানাতে নাজেহাল হতে হয় মানুষকে। এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। এবার থেকে অনলাইনের মাধ্যমে ডিজিটাল ভোটার কার্ডের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটারে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন। যদিও এটি আসল কার্ডের মতো নয় তবুও এটির গুরুত্ব আসলে মতোই ধরা হবে সরকারি নির্দেশিকায় বলা আছে। ডাউনলোড করে এটি আপনি মোবাইলের ডিজিলকার অ্যাাপে অথবা ফোনে পিডিএফ হিসেবেও রাখতে পারবেন।

যেমন ধরুন ভোটের সময় যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায় তাহলে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে ভোট দিতে পারবেন। আবার কোনো জায়গায় ভোটার কার্ড প্রমাণ হিসেবে দেখতে চাইলে এটিকে আপনি প্রমাণ হিসেবে দেখাতে পারবেন। সুতরাং আসল ভোটার কার্ড হারিয়ে গেলে আপনি ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার আর নতুন করে ভোটার কার্ড বানানোর প্রয়োজন হবে না। ভারত সরকারের অনলাইন পোর্টাল থেকে E-epic (ই-এপিক) ডিজিটাল ভোটার কার্ড নিজেই বের করতে পারবেন। আসুন জেনে নিই সেই পদ্ধতি।

(আরও পড়ুন : ২০০ চ্যানেল ফ্রী,বাতিল হবে সেট টপ বক্স;এন্টেনা বসালেই দেখা যাবে টিভি)

কি ভাবে অনলাইনের ভোটার কার্ড ডাউনলোড করবেন ?

আপনি দুই জায়গায় থেকে ডাউনলোড করতে পারবেন প্রথমত voterportal.eci.gov.in বা nvsp.in সরকারি পোর্টাল থেকে অথবা আপনার মোবাইল ফোনের প্লেস্টোরে ‘ভোটার হেল্পলাইন’ নামক অ্যাপ থেকে।

১) আপনি যদি প্রথম ব্যবহার করেন তাহলে রেজিষ্টার করে অ্যাকাউন্ট তৈরি করুন।
২) এবার লগ ইন করুন সেই অ্যাকাউন্টে।
৩) মেনুতে গিয়ে ‘Download e-Epic’ অপশনের ক্লিক করুন।
৪) এর পরে আপনার ভোটার কার্ড নম্বর বা Epic নম্বর অথবা ফর্ম রেফারেন্স নম্বর লিখুন।
৫) আপনার মোবাইল ফোনে একটি OTP যাবে সেটিকে ভেরিফাই করুন।
৬) এবার Download e-Epic অপশনে ক্লিক করুন।
৭) যদি আপনার নম্বরে KYC করা না থাকে তাহলে e-KYC তে ক্লিক করে সেটি সম্পূর্ণ করুন।
৮) ফেস লাইভ ভেরিফিকেশন পাস করুন।
৯) এবার আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *