পাসওয়ার্ড দেওয়ার আগে মনে রাখুন এই বিষয় গুলি;না হলেই বিপদ !

how to keep your password safe online from hackers

আপনার ফোনে ডিজিটাল নিরাপত্তার অন্যতম একটি অঙ্গ হলো পাসওয়ার্ড। তালা এবং চাবি যেমন কাজ করে তেমনই ফোনের ক্ষেত্রে পাসওয়ার্ডের কাজ। বর্তমান বিশ্ব অনলাইনের দিকে ঝুঁকছে। যে সব কাজ আগে অফলাইনে হতো সেগুলি আসতে আসতে অনলাইনে হচ্ছে। এই বিষয়ে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে অনেক। অনলাইনে প্রতারনার ঘটনা সামনে আসছে প্রচুর। মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে। আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন প্রতারণার ফাঁদ। এই সব ফাঁদে পা দিয়ে অনেকেই হারিয়েছেন টাকা,স্বীকার হয়েছেন চরম হয়রানির।

আপনি কি জানেন আপনার ফোন বা কম্পিউটারে থাকা অ্যাপ,ওয়েবসাইট বা অন্যান্য জায়গায় ব্যবহার করা পাসওয়ার্ডটি দুর্বল হওয়ার কারণে আপনি বিপদের মুখে পরতে পারেন ? হ্যাকারদের দ্বারা স্বীকার হতে পারেন প্রতারণা বা জালিয়াতির। তাই পাসওয়ার্ড কে সাধারণ ভাবে না দেখে এই বিষয়ে গুরুত্ব দিন ও কিছু জিনিস মেনে চলুন,তাহলে সুরক্ষিত থাকবে আপনার ডিভাইস।

(আরও পড়ুন : Airtel Recharge Price Hike : পকেটে কোপ ! দেড় গুন বাড়ল রিচার্জের খরচ)

পাসওয়ার্ড দেওয়ার সময় কি কি বিষয় মাথায় রাখবেন :

১) নিজের নাম,ফোন নাম্বার,জন্ম তারিখ,পিন কোড,ইমেইল আইডি এই সমস্ত কিছু পাসওয়ার্ডের মধ্যে ব্যবহার করা থেকে বিরত থাকুন।

২) সর্বাদা বেশি বেশি অক্ষর ব্যবহার করুন। কমপক্ষে ৮ টি অক্ষর ব্যবহার করুন।

৩) পাসওয়ার্ডের মধ্যে এমন কোনো শব্দের ব্যবহার করবেন না যেটা ব্যাকরণগত ভাবে মিলে যায়।

৪) ছোট হাতের এবং বড়ো হাতের উভয় অক্ষর ব্যবহার করুন। উদাহরন – Ab

৫) একটি পাসওয়ার্ডের মধ্যে সব ধরনের নাম্বার,চিহ্ন,অক্ষর ব্যবহার করুন। উদাহরন – a7#+d£9c+।

৬) কখনও abcd বা ১২৩৪ এই ধরনের সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

৭) কিছু সময় অন্তর অন্তর আপনার পুরোনো পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দিন। তবে সেটি যেন আগে পাসওয়ার্ডের থেকে আলাদা হয়।

৮) আপনার ফোনে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেই সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড একই দেবেন না। আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড দিন।

(আরও পড়ুন : আর করতে হবে না অপেক্ষা ! ২৪ ঘন্টার মধ্যেই হাতে পাবেন ড্রাইভিং লাইসেন্স)

৯) পাসওয়ার্ড দেওয়ার সময় কখনই অন্য মানুষের সামনে দেবেন না।

১০) সর্বদা ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ ব্যবহার করুন।

১১) পাসওয়ার্ড ভুলেও কাউকে দেবেন না।

১২) পাসওয়ার্ডটি মনে রাখার জন্য আপনার কম্পিউটার,মোবাইল বা অন্য ডিভাইসে না লিখে রেখে অন্য কোনো জায়গায় লিখে রাখুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *