এবার ইন্টারনেট ছাড়াই ফিচার ফোন থেকে পাঠানো যাবে টাকা;জানুন পদ্ধতি।
অনলাইন পেমেন্ট বা ইউপিআই (UPI) বর্তমানে সব জায়গায় ব্যবহার হচ্ছে। শপিং মল থেকে শুরু করে রাস্তার ছোটো চায়ের দোকানে অব্দি অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু আছে। গত ৩-৪ বছরে ভারতে দ্রুত গতির ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার বেড়েছে অনেকটাই। সরকারও চাইছে দেশে টেকনোলজির ব্যবহার করে মানুষের পক্ষে আরও সুবিধা করতে। শুধু সরকার নয় এই বিষয়ে জনগণও এক মত। নগদের থেকে অনলাইন পেমেন্টের সুবিধা বেশি হওয়াতে মানুষ এই পদ্ধতিকে বেছে নিচ্ছে। তবে সমস্যা হচ্ছে ফিচার ফোন (সুইচ যুক্ত ফোন বা সাধারণ ফোন) ব্যবহারকরীদের ক্ষেত্রে। অনলাইন পেমেন্ট জন্য স্মার্টফোন ও ইন্টারনেটের প্রয়োজন হয় যা ফিচার ফোনের মধ্যে উপলব্ধ নেই। ভারতে বর্তমানে ৪৫ কোটি ফিচার ফোন ব্যবহারকারী আছে । তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি ফিচার ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনিও এবার থেকে ঘরে বসে বিনা ইন্টারনেটে ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেন করতে পারবেন। হ্যাঁ এমনই এক ফিচার নিয়ে এসেছে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
(আরও পড়ুন : পাসওয়ার্ড দেওয়ার আগে মনে রাখুন এই বিষয় গুলি;না হলেই বিপদ )
এই পদ্ধতির নাম দেওয়ার হয়েছে UPI 123PAY। এর মাধ্যমে আপনি টাকার আদান প্রদান ছাড়াও ফাস্ট ট্যাগ রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট,ব্যালেন্স চেক ও পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। UPI 123PAY তে চার ধরনের পদ্ধতিতে আপনি টাকা আদান প্রদান করতে পারবেন। ১) মিস কলের মাধ্যমে ২) যে সমস্ত ফিচার ফোন অ্যাপ সাপোর্ট আছে সেই ফোনের অ্যাপের মাধ্যমে ৩) IVR ( ইন্ট্রাক্টিভ ভয়েস রেসপন্স) পদ্ধতিতে ৪) প্রক্সিমিটি সাউন্ড পদ্ধতিতে।
এই সকল পদ্ধতির মধ্যে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে IVR পদ্ধতি। আসুন জেনেনিন কি ভাবে IVR পদ্ধতিতে ডিজিটাল পেমেন্ট করবেন। ১) প্রথমে আপনার ফিচার ফোন থেকে 08045163666 নাম্বারে কল করুন। ২) এবার আপনার সুবিধামত ভাষা বেছে নিন। ৩) টাকা পাঠানোর জন্য ১ টিপুন। ৪) আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেই ব্যাংকের নাম বলুন। ৫) এর পরে আবারও ১ টিপে তথ্য নিশ্চিত করুন। ৬) আবার ১ টিপুন আপনার ফোন নম্বরের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। ৭) এবার আপনি মোবাইল নম্বর লিখুন। ৮) আপনার তথ্য গুলি কনফার্ম করুন। ৯) এবার আপনি টাকার মূল্য লিখুন যা আপনি পাঠাতে চাইছেন। ১০) এবার আপনার UPI পিন লিখলেই টাকা নিজ থেকেই চলে যাবে।
এই পেমেন্ট বিষয়ে আপনি ম্যাসেজ পাবেন আপনার ফোনে ইনবক্স ম্যাসেজে। এই বিষয়ে যেকোনো ধরনের সাহায্যের জন্য www.digisaathi.info অথবা 14431 বা 18008913333 নম্বরে কল করুন।