Bike Driving Rules : চপ্পল পড়ে বাইক চালালে দিতে হবে জরিমানা ? বাইক সংক্রান্ত সঠিক নিয়ম জেনে নিন।
রাস্তায় বাইক নিয়ে বের হলে আপনাকে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলতে হয় তবে কিছু কিছু নিয়ম সম্বন্ধে সাধারণ মানুষের একদমই অজানা যেমন চপ্পল,স্যান্ডেল বা হাফ টি-শার্ট পরে বাইক চালানো যাবে কি না ? ট্র্যাফিক পুলিশ আপনার বাইকের চাবি খুলে নিতে পারবে কি না ? আপনি কি জানেন এই নিয়ম গুলি ? যদি না জেনে থাকেন তাহলে আসুন সঠিক নিয়মটা জেনে নিই।
ভারতবর্ষে শুধু বাইকের ক্ষেত্রে নয় দেশে চলাচলরত সমস্ত যানবাহনের চালককে সরকারি নির্দেশিকা ও ট্রাফিক নিয়ম মেনে চলা বাধ্যতা মূলক। যদি আসি বাইকের কথায় তাহলে সকলেই জানে হেলমেট আর লাইসেন্স এই দুটি জিনিস সর্বদা সঙ্গে রাখতে হয়। অন্যান্য নিয়ম গুলি হয়তো খুব মানুষই জানে।
(ফোন চুরি গেছে ? আর চিন্তা নেই,সরকারি ওয়েবসাইট থেকে সহজেই খুজে বের করুন,বিস্তারিত জানুন)
চপ্পল,স্যান্ডেল বা হাফ টি-শার্ট পরে বাইক চালানো যাবে কি না এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে আবার অনেকের ভিন্ন ধারণা আছে এটা নিয়ে। ভারতের ট্রাফিক নিয়ম নিয়ে মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। ফলে অন্যান্যরা ট্রাফিক নিয়ম সম্বন্ধে আমাদের যা বলে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি শুধু তাই নয় ট্রাফিক পুলিশও অনেক সময় ভুলভাল নিয়ম দেখিয়ে আমাদের কাছে চালান আদায় করে নেয়। এই ধরনের অনেক ঘটনা সামনে এসেছে। অনেক সময় এই নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বচসা হয়ে থাকে।
হাফ টি-শার্ট, চপ্পল বা স্যান্ডেল পরে বাইক চালানো নিয়ম কি আসল না ভুয়ো ?
যেহেতু ভারতবর্ষে তুলনামূলক ভাবে উষ্ণ দেশ এবং গ্রীষ্মের সময় তাপ মাত্রা ৪০-৪৫ ডিগ্রি অব্দি পৌঁছে যায় তাই এমতাবস্থায় গোটা শরীর ঢাকা পোশাক পরে গাড়ি চালানো প্রায় অসম্ভব তাই সরকার এই বিষয়টি মাথায় রেখে সরকার হাফ টি-শার্ট, চপ্পল,স্যান্ডেল পরে গাড়ি চালানোর উপরে কোনো ধরনের আইন করেনি। আপনি নির্দ্বিধায় টি-শার্ট,চপ্পল, স্যান্ডেল পরে বাইক চালাতে পারবেন। তবে হেলমটে, ড্রাইভিং লাইসেন্স এবং ট্রাফিক নিয়ম কিন্তু মেনে চলতে হবে নয়তো আপনার জরিমানা বা জেলও হতে পারে।
(Train Last Bogie x Symbol : কেন থাকে ট্রেনের শেষ কামরায় এই চিহ্ন ? টুইট করে জানাল রেল)
ট্র্যাফিক পুলিশ আপনার বাইকের চাবি খুলে নিতে পারবে কি না ?
অনেক সময় দেখা যায় ট্রাফিক পুলিশ আপনাকে দাড় করানোর সাথে সাথেই আপনার বাইকের চাবি খুলে নেয়। সরকারি আইন অনুসারে এমন করার অধিকার ট্রাফিক পুলিশের কাছে নেই।
ড্রাইভিং লাইসেন্স ট্রাফিক পুলিশ নিজের হাতে নিতে পারবে কি না ?
এই বিষয়েও সরকারি আইন অনুসারে ট্রাফিক পুলিশ আপনার লাইসেন্স নিজের হাতে নিতে পারবে না। তাদেরই এই অধিকার দেওয়া হয়নি। পুলিশ যদি ড্রাইভিং লাইসেন্স দেখাতে বলে তাহলে আপনি নিজের হাতে রেখে দেখান।
এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা পুলিশের দ্বারা হেনস্থার স্বীকার হলে মোবাইলের মাধ্যমে ভিডিও করে সরকারের কাছে অভিযোগ জানান।