জেনে নিন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার শেষ তারিখ;না হলে বাতিল হবে কার্ড।
আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিংক করানো আছে তো ? যদি না থাকে তাহলে যতো দ্রুত সম্ভব ৩১ মার্চের আগে লিঙ্ক করিয়ে নিন। ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাকে বাধ্যতামূলক করেছে। ইনকাম ট্যাক্স বিষয়ক যে কোনো কাজের জন্য অথবা যে সব কাজে প্যান কার্ড ব্যবহৃত হয় সেই সমস্ত কাজের ক্ষেত্রে প্যান ও আধার লিঙ্ক অত্যাবশ্যক বলে জানিয়েছে সরকার। যদি প্যান ও আধার কার্ড দুটি লিংক না করা হয় তাহলে প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার (PAN Aadhaar Link Deadline) শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩। সরকারের তরফ থেকে এর আগেও দুই বার বিজ্ঞপ্তি দিয়ে প্যান-আধার লিংক করার শেষ তারিখ দেওয়া হয়েছিল কিন্তু অধিকাংশ নাগরিকের লিংক করার কাজ শেষ না হওয়ার কারণে নতুন তারিখ ঘোষণা করে সরকার।
এই বিষয়ে সরকারি নির্দেশিকা থেকে বলা হয়েছে – ‘এটি বাধ্যতামূলক। দেরি করবেন না,আজই এটি লিঙ্ক করুন! আই টি আইন অনুসারে,সমস্ত প্যান-ধারকদের জন্য যারা অব্যাহতিপ্রাপ্ত বিভাগের আওতায় পড়েন না,তাদের স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) ৩১ মার্চ ২০২৩ এর আগে আধারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক। । ১ এপ্রিল,২০২৩ থেকে লিঙ্কমুক্ত প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে।”
(আরও পড়ুন : সাত দিনে বাতিল ৮০০ চাকরি;নজিরবিহীন দুর্নীতিতে বাকরুদ্ধ বাংলা)
দুইটি পদ্ধতিতে আপনি প্যান ও আধার লিংক করতে পারবেন। প্রথম হচ্ছে মোবাইল এসএমএস পদ্ধতি আর দ্বিতীয় অনলাইনে সরকারি ওয়েবসাইট থেকে। আসুন জেনে নিই কিভাবে এই দুটি পদ্ধতি
মোবাইল এসএমএসের মাধ্যমে প্যান কার্ড ও আধার কার্ড লিংক করবেন কি ভাবে ?
১) প্রথমে আপনার ফোনের ইনবক্সে গিয়ে টাইপ করুন UIDPAN স্পেস দিয়ে ১২ সংখ্যায় আধার নম্বর আবার স্পেস দিয়ে ১০ সংখ্যার প্যান নম্বর।
২) এবার পাঠিয়ে দিন ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে। তবে মনে রাখবেন এসএমএসটি যেন রেজিষ্টার করা নম্বর থেকে পাঠানো হয়।
৩) এর পরে লিংক সংক্রান্ত তথ্য আপনি ম্যাসেজের মাধ্যমে পেয়ে যাবেন।
অনলাইনে প্যান কার্ড ও আধার কার্ড লিংক করার পদ্ধতি :
১) এর জন্য আপনাকে প্রথমে ভারত সরকারের ইনকাম ট্যাক্স দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট eportal.incometax.gov.in অথবা incometaxindiaefiling.gov.in যেতে হবে।
২) আপনার যদি রেজিষ্টার না থাকে তো রেজিষ্টার করুন।
৩) আপনার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে।
৪) এবার পোর্টালে আপনার আইডি,পাসওয়ার্ড ও জন্মতারিখ দিয়ে লগ ইন করুন।
৫) আপনার সামনে ‘লিংক আধার’ নামে অপশন আসবে তাতে ক্লিক করুন। যদি না আসে তাহলে কুইক লিংক নামে অপশনে যান ওখানে পেয়ে যাবেন।
৬) প্যান নম্বর,আধার নম্বর এবং আপনার নাম লিখুন যেমনটি আধার কার্ডে লেখা আছে।
৭) “I have only year of birth in Aadhaar card” বিকল্প বাছুন যদি থাকে।
৮) স্ক্রিনের ক্যাপচা কোড লিখে ভেরিফাই করুন।
৯) আবার লিংক আধার অপশনে ক্লিক করুন।
১০) সব তথ্য দেওয়ার পরে আপনার প্যান ও আধার রেকর্ড মিলিয়ে নিন।
১১) লিংক হয়ে গেলে আপনি ম্যাসেজ পাবেন।
১২) তবে মনে রাখতে হবে যে যদি আপনার আধার ও প্যান কার্ডের তথ্য না মেলে তাহলে আপনাকে আপনার আধার আপডেট করতে হবে প্যান কার্ডের সঙ্গে মেলানোর জন্য।