এবার শুধুমাত্র আধার নম্বর দিয়ে করুন টাকা লেনদেন,জানুন সহজ পদ্ধতিটি।

send money with Aadhaar number only

আধার কার্ড হচ্ছে ভারতে সরকার দ্বারা জারি করা একটি নাগরিক পরিচয় পত্র যা একাধিক জায়গায় প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। সরকার প্রত্যেক ভারতীয়র জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে। তবে এখন আর এটি শুধু পরিচয়পত্র হিসেবে নয় টাকা লেনদেনের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। নয়া নিয়মে শুধুমাত্র আধার কার্ডের ১২ টি নম্বরের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এই পদ্ধতিকে বলা হয় AePS (আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম)। আসুন জেনে নিন এই সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য :

আধার ইনেবেল পেমেন্ট সিস্টেম (AePS) কি ?

এটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা পরিচালিত একটি অনলাইন টাকা লেনদেন প্রক্রিয়া যা পয়েন্ট অফ সেল (POS) নামক ছোটো এটিএমএর মাধ্যমে ব্যবহার করা যাবে। যে সমস্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর (Aadhar Card) লিংক করা আছে একমাত্র তারাই এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। যে কোনো ব্যাংকের পয়েন্ট অফ সেল মেশিন বা মিনি এটিএম এর মধ্যে আপনার আধার নম্বর ও বায়োমেট্রিক তথ্য দিয়ে ট্রানজাকশন করতে পারবেন। তবে মনে রাখতে হবে বায়োমেট্রিক ডেটা আপনার চোখের বা আঙ্গুলের দিতে হতে পারে। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য এখানে দিতে হবে না। এই পদ্ধতিটি সম্পূর্ন নিরাপদ যেহেতু এতে বায়োমেট্রিকের ব্যবহার হচ্ছে।

AePS (Aadhaar Enabled Payment System) এর মাধ্যমে আপনি নগদ জমা,এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর,নগদ উত্তোলন,ব্যালেন্স অনুসন্ধান,মিনি ব্যাঙ্ক স্টেটমেন্ট গ্রহণ ইত্যাদি কাজ করতে পারবেন। গ্রাহকদের সহজে লেনদেন পরিচালনা করার জন্য ছোটো পয়েন্ট অফ সেল (PoS) মেশিনগুলিকে গ্রামে গ্রামে নিয়ে যাওয়া সম্ভব এতে তারা সহজে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আরও জানতে আধার অফিসিয়াল uidai.gov.in-এ দেখুন।

(আরও পড়ুন : কি ভাবে আবেদন করবে শিল্প সাথী প্রকল্পে,কি কি সুবিধা পাবেন জানুন।)

কি ভাবে করবেন জেনে নিন :

  • আপনার নিকটবর্তী ব্যাংকে যান।
  • পয়েন্ট অফ সেল বা PoS মেশিনের আপনার আধার নম্বর লিখুন।
  • আপনি যে ধরনের ট্রানজাকশন করতে চান সেটা বেছেনিন।
  • আপনার ব্যাংকের নাম লিখুন।
  • আপনার টাকার পরিমাণ লিখুন।
  • এবার আপনার হাতের বা চোখের বায়োমেট্রিক তথ্য দিয়ে আপনার ট্রানজাকশন শেষ করুন।
  • ট্রানজাকশন শেষ হওয়ার পরে রশিদ নিজে থেকেই বেরিয়ে আসবে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *