কবে থেকে চালু হবে নতুন Madhyamik Syllabus,জানিয়ে দিল শিক্ষা দপ্তর।

0
wb madhymik syllabus change

বদলে যাবে নবম ও দশম শ্রেণীর (Madhyamik Syllabus) সিলেবাস। হ্যা,এমনই ইঙ্গিত মিলেছে রাজ্য সরকারের তরফ থেকে। অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাসে বদল আনতে চায় রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই সিলেবাসে বদল করা হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে।

চলতি বছরে মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা চার লক্ষ কমে গেছে। এমনকি এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর তুলনায় কম হওয়ায় অনেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। হঠাৎ করে মাধ্যমিক স্তরে পড়ুয়া সংখ্যা কম হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বসু মধ্যশিক্ষা পর্ষদ কতৃক প্রণয়ন করা নবম ও দশম শ্রেণীর সিলেবাস পরিবর্তনের নির্দেশ। কারণ হিসাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলেন বর্তমানে রাজ্যের নবম ও দশম শ্রেণীর সিলেবাস অনেক পুরোনো। অন্যান্য বোর্ড যেমন সিবিএসই,আইসিএসই সিলেবাসের দিকে নজর রেখে সিলেবাস পরিবর্তন করুক রাজ্য শিক্ষা দপ্তর। তিনি আরও জানান অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের তুলনায় মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষার্থীদের মেধা কোন অংশে কম নয়।

(Centralized Admission Portal : কলেজে ভর্তি হবে নয়া নিয়মে,কেন্দ্রীয় পোর্টাল আনছে সরকার)

এর কিছুদিন আগে নির্দেশিকা দিয়ে সিলেবাস কমিটিতে বদলের নির্দেশ জারি করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ওই নির্দেশিকা অনুযায়ী সিলেবাস কমিটির চেয়ারম্যান হিসাবে অভীক মজুমদারের পরিবর্তে দায়িত্ব দেওয়া হবে উদয়ন বন্দোপাধ্যায়কে। ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পর সিলেবাস পরিবর্তনের জন্য সিলেবাস কমিটি গঠন করেন। ২০১২ সাল থেকে সিলেবাস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন অভীক মজুমদার। জানা যাচ্ছে অভীক মজুমদার বর্তমানে এই দায়িত্বে আর থাকতে চাইছেন না,তার বদলে নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাচ্ছেন উদয়ন বন্দোপাধ্যায়। ২০১১ সালের পর থেকে প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে একাধিক বদল করেছে এই সিলেবাস কমিটি। তবুও বর্তমানে সিলেবাসের মান অন্যান্য বোর্ডের সিলেবাসের তুলনায় অনেক পুরোনো যা অতি সত্বর বদলানো উচিত।

অভিভাবক মহলের মতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসে বদল আনায় সিবিএসই,আইসিএসসি বোর্ডের সিলেবাস রাজ্যের বোর্ডের তুলনায় অনেক যুগোপযোগী,অনেক আধুনিক যেখানে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস এখনও মান্ধতার আমলের। যে কারণে অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের রাজ্য বোর্ডের স্কুলে ভর্তি করা থেকে বিরত থাকছেন। তবে নবম দশমের সিলেবাস বদলে নয়া সিলেবাসে পড়াশোনা কোন বছর থেকে চালু করা সে সম্পর্কে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কোন খবর জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *