KMC School : মডেল স্কুল,২২৪ টি স্কুলে শেখানো হবে স্পোকেন ইংলিশ।

0
kolkata municipal corporation school

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ চিন্তায় শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবকরা। একদিকে একে একে প্রকাশ পাচ্ছে হেভিওয়েটদের চাকরি দুর্নীতি অন্যদিকে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাব থাকায় ধুঁকছে ছাত্রছাত্রীদের পড়াশোনা। যে কারনে বর্তমান সময়ে আর্থিক ভাবে স্বচ্ছল পরিবারের ছেলে মেয়েদের অভিভাবরা সরকারি প্রাথমিক স্কুল বাদ দিয়ে বেছে নেন নামি দামি ইংরেজি মাধ্যমের স্কুল।

ইংরেজি মাধ্যমে ভর্তির অন্যতম কারণ হল ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন। কারণ বর্তমানে যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার উপর দক্ষতা আবশ্যক। কিন্তু বর্তমানে প্রাথমিকের সিলেবাসে ইংরেজি শিক্ষাকে আলাদা ভাবে গুরুত্ব দেওয়া হয় না। বর্তমানে কলকাতা শহরের মধ্যে রয়েছে অসংখ্য নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুল,যেখানে ছেলে মেয়েদের পড়ানোর সামর্থ্য নেই অনেক বাবা মায়ের। কিন্তু পৌরসভা স্কুল গুলিতে এতদিন পযন্ত ছিল না কোন ইংরেজিতে ‘স্পেশাল’ পঠন পাঠনের সুযোগ। যার ফলে পিছিয়ে পড়ছিল পৌরসভা স্কুলের ছাত্র ছাত্রীরা।

(TET Certificate : চলতি মাসে মিলবে টেট সার্টিফিকেট,বড় ঘোষণা পর্ষদের)

এবার সেই অভাব পূরণ করতে এগিয়ে এল কলকাতা পৌরসভা। কলকাতা শহরের ২২৪ টি পৌরসভার স্কুলে (Kolkata Municipal School) ছাত্র ছাত্রীদের ইংরেজি ভাষায় আরও দক্ষ করে তুলতে দেওয়া হবে ‘স্পোকেন ইংলিশের’ পাঠ। কিছুদিন আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন কলকাতা পৌরসভা এলাকায় স্কুলগুলিতে শিক্ষার মান বাড়াতে মডেল স্কুল হিসাবে গড়ে তোলা হবে। মডেল স্কুল গড়ার প্রথম ধাপ হিসাবে পড়ুয়াদের ‘স্পোকেন ইংলিশ’ শেখানোর উদ্যোগ গ্রহণ করল কলকাতা পৌরসভা। জানা গেছে প্রাথমিক পর্যায়ে মোট ১৫ টি স্কুলকে মডেল স্কুলে রূপান্তরিত করা হবে,পরবর্তীতে ধাপে ধাপে বাকি ২২৪ টি স্কুলকে মডেল স্কুলে রূপান্তরিত করা হবে। মডেল স্কুল গড়ে তোলার জন্য ইতিমধ্যেই নামি সংস্থা ‘টিচ ফর ইন্ডিয়া’র (Teach For India) সঙ্গে চুক্তি করেছে কলকাতা পৌরসভা (KMC),যারা স্কুল গুলিতে পড়ুয়াদের ইংরেজি ভাষায় আরও দক্ষ করে তুলতে দেবে স্পোকেন ইংলিশের’ পাঠ। বর্তমানে ‘টিচ ফর ইন্ডিয়া’ সংস্থাটি ৬০ টি দেশে ৩০ কোটির বেশি স্কুল পড়ুয়াকে নিয়ে কাজ করছে।

(School Bus Fee Hike : আবারও বৃদ্ধি পেতে চলেছে স্কুল বাস,পুল কারের ভাড়া)

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে বর্তমানে কলকাতা পৌরসভা (Kolkata Municipal Corporation) অধীনে ২২৪ টি স্কুলে ১৩ হাজার ৬৫২ জন পড়ুয়া পড়াশোনা করে। পড়ুয়াদের শিক্ষা দানের মান বাড়াতে আধুনিক পদ্ধতির ব্যবস্থা নেওয়া হচ্ছে স্কুল গুলিতে। চালু করা হয়েছে স্মার্ট ক্লাস যেখানে অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে পড়াশোনা করছে ছাত্র ছাত্রীরা। যার ফলস্বরূপ ছাত্র ছাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে,বাড়ছে পড়ুয়াদের মেধা। তবে কলকাতা শহরের স্কুলগুলির ক্ষেত্রে ইংরেজি শিক্ষার উদ্যোগ নেওয়া হলেও রাজ্যের সরকারি প্রাথমিক স্কুল গুলিতে কবে উদ্যোগ নেওয়া হবে সে বিষয়ে এখনও কোন পরিকল্পনার কথা জানায়নি রাজ্য সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *