কবে পাওয়া যাবে মাধ্যমিকের অ্যাডমিট ? জানিয়ে দিল পর্ষদ।
আর কিছুদিনের মধ্যেই ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের মাধ্যমিক ২০২৩,চলবে ৪ মার্চ পর্যন্ত। তার আগে প্রতিবারের মত বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাডমিট দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক বা তার দ্বারা মনোনীত কোন প্রতিনিধি পর্ষদ নির্ধারিত ক্যাম্প অফিসে গিয়ে অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করে নিয়ে আসবেন। ১৫ ফেব্রুয়ারী (বুধবার) থেকে স্কুল থেকে অ্যাডমিট কার্ডগুলি (Madhyamik Admit Card) পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
এছাড়া ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে হাতে পাওয়া অ্যাডমিট কার্ডে কোন ভুল থাকলে তা সংশোধনের জন্য ছাত্র ছাত্রীদের ২০ ফেব্রুয়ারীর মধ্যে আবেদন করতে হবে। ২০ ফেব্রুয়ারির পর এডমিট কার্ড সংশোধনের জন্য কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না। আবেদন পত্র জমা করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের অঞ্চলিক অফিস গুলোতে।
(আরও পড়ুন : WB ICDS Supervisor Result : প্রকাশিত হল ২০১৯ সালের রেজাল্ট;কত জন সুযোগ পেল ? কাট অফ মার্কস কত হল ?)
এর আগে আগামি ২৭ শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘী কেন্দ্রের উপনির্বাচন ও মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার তারিখ এক হয়ে যাওয়ায় বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিকের পরীক্ষার রুটিন পরিবর্তন করে মধ্যশিক্ষা পর্ষদ। পরিবর্তিত পরীক্ষার রুটিনে ২৭ তারিখের ইতিহাস পরীক্ষা হবে ১লা মার্চ (শুক্রবার)। বাকি পরীক্ষার রুটিন,স্থান,সময় অপরিবর্তিত থাকবে। এবারের মাধ্যমিক শুরু হবে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে। পরীক্ষা চলবে দুপুর ১২ টা থেকে বেলা ৩ টে ১৫ পর্যন্ত।
এবারের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নির্দেশিকা পাঠিয়ে প্রতিটি স্কুলে সিসিটিভি ক্যামেরার লাগানোর আদেশ দেওয়া হয়েছে। প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্র পর্ষদ অফিস থেকে স্কুলে পৌঁছানো,প্রশ্নপত্র খোলা,পরীক্ষার হলে নিয়ে যাওয়া,উত্তরপত্র স্কুল থেকে অফিসে জমা করা ইত্যাদি পরীক্ষা সংক্রান্ত প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ নির্দেশিকা স্কুলগুলিতে পাঠিয়ে দিয়েছে পর্ষদ। এছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ভালো না হওয়ায় ক্লাস রুমের বেঞ্চ,ফ্যান ইত্যাদিতে ভাঙচুর চালানো বেয়াদব পরীক্ষার্থীদের শায়েস্তা করার নিদানও জারি করেছে পর্ষদ। আক্রান্ত স্কুলকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তান্ডব চালানো স্কুলের সকল ছাত্র ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ।