Civic Volunteer : সরাসরি হওয়া যাবে কনস্টেবল,তবে মেনে চলতে হবে তিনটি শর্ত;কবে থেকে শুরু ? কি কি শর্ত ?
আর কিছুদিনের মধ্যেই রাজ্যজুড়ে বেজে যাবে পঞ্চায়েত নির্বাচনের দামামা। তার আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য ভালো খবর। এবার থেকে ভালো কাজ করলে মিলবে স্থায়ী প্রমোশন। তাও আবার সরাসরি কনস্টেবল পদে। হ্যা,সোমবার নবান্নে অধিকারিকদের সঙ্গে এক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জানা যাচ্ছে বর্তমানে রাজ্য জুড়ে অনেক থানাতেই কনস্টেবলরা প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI) পদে চলে যাওয়ার কারণে ফাঁকা পড়ে রয়েছে কনস্টেবল পদটি। জানা যাচ্ছে সেই ঘাটতি পূরণে যে সকল সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) ভালো কাজ করছেন তাদেরকে স্থায়ীভাবে কনস্টেবল পদে উন্নীত করা হবে বলে খবর। এই তবে এক্ষেত্রে পদোন্নতি হবে তিনটি শর্তের উপর ভিত্তি করে। প্রথম শর্তানুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের নিজের কার্যক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা প্রমান করতে হবে। দ্বিতীয় শর্তানুযায়ী সিভিক ভলেন্টিয়াররা যে থানার অধীনে কাজ করছে কেবলমাত্র সেই থানায় কনস্টেবল পদ খালি থাকলে তবেই মিলবে প্রমোশন। তৃতীয় শর্তানুযায়ী ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের সুপারিশ মিললে তবেই মিলবে কনস্টেবল পদ। পদ খালি থাকলে ওই থানার ওসি এবং এসডিপিওর কাছে দক্ষ সিভিক ভলেন্টিয়ারদের নাম চেয়ে পাঠাবেন জেলার পুলিশ সুপার। ওসি এবং এসডিপিওর সুপারিশ করা নাম থেকে দক্ষতার ভিত্তিতে কনস্টেবল পদে বাছাই করার রিপোর্ট নবান্নে স্বরাষ্ট্র দপ্তরের কাছে পাঠাবেন জেলা পুলিশ সুপার। ওই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র দপ্তর।
(আরও পড়ুন : WBSC 2023 : প্রকাশিত হল ফর্ম ফিল আপের তারিখ,জেনে নিন বিস্তারিত)
বর্তমানে রাজ্যজুড়ে কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকে সহায়তা করেন। ট্রাফিক সামলানো থেকে শুরু করে সভা,সমিতি,মেলার ভিড় সামলানো ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয় তাদের। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তাদেরকে কর্মক্ষেত্রে আরো ভালোভাবে কাজ করতে উৎসাহ যোগাবে। তবে সিভিক ভলেন্টিয়ারদের এই কনস্টেবল পদে নিয়োগের ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিলেও কবে থেকে তা শুরু হবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
রাজ্যের থানা গুলিতে খালি থাকা কনস্টেবল পদ পূরণে আগেও উদ্যোগ নিতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। গত বছর ১লা সেপ্টেম্বর পুলিশ ডে (Police Day) উদযাপনের সময় কনস্টেবল পদে নিয়োগের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার কনস্টেবল পদ পূরণে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ ঘোষণায় খুশির হাওয়া রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে।