দুয়ারে বিয়ে প্রকল্পে মাত্র ৫০০ টাকায় বিয়ে;দরিদ্র যুগলদের বিশেষ সুবিধা।
বর্তমান সময়ে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে ভাল কর্মসংস্থানের চিন্তা ছাড়াও আর একটি চিন্তা থেকেই যায়,তা হল বিয়ে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের বিয়ে অনুষ্ঠান করে সম্পন্ন করা সাধ্যের বাইরে। এই সকল আর্থিকভাবে দুর্বল পিতা মাতারা যাতে করে সন্তানের বিয়ে সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারেন সেই লক্ষ্যে নতুন প্রকল্প নিয়ে আসল রাজ্যে সরকার। নতুন এই প্রকল্পের দেওয়া হয়েছে ‘দুয়ারে বিয়ে'(Duare Biye)। এই প্রকল্পের মাধ্যমে মাত্র ৫০০ টাকায় বিয়ে সম্পন্ন করা যাবে। এই মর্মে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।
পশ্চিমবঙ্গে ২০১৯ সালের জুন মাস থেকে অনলাইনে বিয়ের রেজিস্ট্রি করার আবেদন চালু হয়। এখন থেকে ওই আবেদন করা যাবে নিকটবর্তী সাব রেজিস্ট্রি অফিসে। নির্দিষ্ট তারিখে হবু দম্পতি সাব রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেলেই সম্পন্ন হয়ে যাবে বিয়ে। এর জন্য মোট খরচ হবে মাত্র ৫০০ টাকা। এই ৫০০ টাকার মধ্যে ৪০০ টাকা লাগে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য ও বাকি ১০০ টাকা লাগে নোটিস খরচ বাবদ। আরও ৪০০ টাকা অতিরিক্ত খরচ করলে বিয়ের দিন সাব রেজিস্টার সরাসরি পৌঁছে যাবেন হবু দম্পতির বিবাহ অনুষ্ঠানে,সেক্ষেত্রে হবু দম্পতিকে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ের রেজিস্ট্রি করতে হবে না,অতি সহজে রেজিস্ট্রি সম্পন্ন হয়ে যাবে দুয়ারেই ।
(আরও পড়ুন : West Bengal Budget 2023 : এক নজরে দেখে নিন এই বছরের রাজ্য বাজেট)
দরিদ্র পরিবারের যুগলদের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়,অর্ধেক খরচে সম্পন্ন হয়ে যাবে বিয়ে। রাজ্যের প্রতি জেলায় চার পাঁচটি থানা এলাকায় আছে একটি করে সাব রেজিস্ট্রি অফিস। এতদিন পর্যন্ত সাবরেজিস্ট্রি অফিসগুলোতে জমি রেজিস্ট্রেশনের কাজ হতো,বিয়ের রেজিস্ট্রেশনের করানোর জন্য ছুটতে হত জেলা সদরে। এখন থেকে সাবরেজিস্ট্রি অফিস গুলোতেই সেরে নেওয়া যাবে বিয়ের রেজিস্ট্রেশন।
বর্তমানে পশ্চিমবঙ্গের ২৫৯ সাবরেজিস্ট্রি অফিস আছে,বর্তমানে ১১০ টি সাবরেজিস্ট্রি অফিসে বিয়ের রেজিস্ট্রেশনের সুবিধা চালু রয়েছে। বাকি ১৪৯ টি সাবরেজিস্ট্রি অফিসে ধীরে ধীরে এই সুবিধা চালু করা হবে বলে জানা গেছে। রাজ্যে প্রতি বছর বাড়ছে বিবাহ রেজিস্ট্রেশনের সংখ্যা। শহরের তুলনায় গ্রামাঞ্চলগুলোতে রেজিস্ট্রেশনের সংখ্যা বেশি বলে জানা যাচ্ছে। ২০২৩ সালের মাত্র দুই মাসের মধ্যেই ২০ হাজার ৫৬১টি রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। দুয়ারে বিয়ে প্রকল্পের ফলে এই সংখ্যা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে এই প্রকল্প অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।