Pan Aadhaar Link Last Date : অর্থমন্ত্রক সময়সীমা বাড়ালেও দিতে হবে জরিমানা।
যাদের এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক (Pan Aadhaar Link) করা হয়নি তাদের জন্য সুখবর। ফের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের সময়সীমা বাড়াল সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক কতৃক প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্যান-আধার লিঙ্কের সময়সীমা তিন মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হল। সময়সীমা বাড়ানো হলেও জরিমানার পরিমান ১০০০ টাকায় রাখা হয়েছে। যদি কোন ব্যক্তি ৩০ জুনের মধ্যে কার্ড লিঙ্ক না করে তবে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। যে সব জায়গায় প্যান কার্ড অবশ্যক সেই সব জায়গায় সমস্যায় পড়তে হবে।
বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ১৯৬১ সালের ইনকাম ট্যাক্স আইনের আওতায় ভারতের প্রত্যেক নাগরিক যারা প্যান কার্ড পেয়েছে ১ জুলাই ২০১৭ তে এবং যাদের কাছে আধার কার্ড আছে তাদের আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে। ১ জুলাই,২০২৩ তারিখে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করা হলে ওই নিষ্ক্রিয় প্যান কার্ডে মিলবে না কোন রিফান্ড। প্যান কার্ড নিষ্ক্রিয় হলে রিফান্ডে মিলবে প্রাপ্য না সুদও,চড়া হারে কাটা হবে টিডিএস।
(Bike Driving Rules : চপ্পল পড়ে বাইক চালালে দিতে হবে জরিমানা ? বাইক সংক্রান্ত সঠিক নিয়ম জেনে নিন)
যদিও ৩০ শে জুনের পর ১০০০ টাকা লেট ফাইন দিয়ে পুনরায় প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করালে ৩০ দিনের মধ্যে পুনরায় সক্রিয় হয়ে যাবে প্যান কার্ডটি। জানা গেছে ইতিমধ্যে সারা দেশজুড়ে ৫১ কোটি ভারতীয় নিজেদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড জুড়েছেন।
তবে প্যান আধারের নামে ১০০০ টাকা করে জরিমানা ধার্য করায় সমস্যায় পড়েছে নিম্ন বিত্ত শ্রেণীর মানুষ। এবিষয়ে কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ১০০০ টাকা জরিমানা মুকুবের আর্জি জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যদিও লিঙ্কের ডেডলাইন বৃদ্ধি পেলেও জরিমানা মকুব করেনি কেন্দ্র সরকার।