Whatsapp Update : মেসেজ পাঠানোর পর করা যাবে এডিট;আপনার ফোনে কিভাবে ব্যবহার করবেন জেনে নিন।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করেনা এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে বর্তমানে। বিশ্বের জনপ্রিয় মেসেজ অ্যাপ গুলির কথা বললে বর্তমানে প্রথম দিকে উঠে আসবে হোয়াটসঅ্যাপের নাম। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী প্লে স্টোরে ডাউনলোডের দিক দিয়ে হোয়াটসঅ্যাপের স্থান অষ্টম। বর্তমানে সারা বিশ্বের মধ্যে হোয়াটসঅ্যাপের সব থেকে বেশি গ্রাহক আছে ভারতে,যার সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন। বিগত কিছু বছর যাবৎ হোয়াটসঅ্যাপে ঘন ঘন আপডেট এবং নতুন নতুন ফিচার যোগ করে অ্যাপটির চিত্র সম্পূর্ণ পালটে দিয়েছে মেটা। আগে মূলত চ্যাট ও ভয়েস এই দুটি কাজে ব্যবহার হতো হোয়াটসঅ্যাপ। তার পরে আসতে আসতে একাধিক আপডেট যোগ করে গ্রাহকদের মন জয় করেছে এই অ্যাপটি। যতো দিন গেছে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা বেড়েছে। আজ গোটা বিশ্বে প্রতি মাসে প্রায় ২.২৭ বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। বলা হচ্ছে এই সংখ্যা কিছু বছরে বেড়ে দ্বিগুণ হবে। হোয়াটসঅ্যাপ আপডেটের বিষয়ে যেকোনো তথ্যের জন্য তাদের প্রধান ওয়েবসাইট Wabetainfo-তে দেখুন। এখানে আপনি নতুন আপডেটর বিষয়ে সমস্ত খবর পাবেন।
(আরও পড়ুন : স্মার্টফোন নিয়ে বিশেষ ঘোষণা TRAI-এর;জানুন পুরো তথ্য)
এডিট মেসেজ ফিচার :
এবার আরও একটি নতুন ফিচার যোগ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারটির মাধ্যমে আপনি সেন্ড করা মেসেজকে এডিট করে পুনরায় সেন্ড করতে পারবেন। তবে মনে রাখতে হবে এডিট করার জন্য ১৫ মিনিট সময় পাবেন। এই সময়ের মধ্যে এডিট করতে হবে। অনেক সময় আমরা ভুল মেসেজ পাঠিয়ে ফেলি বা টাইপিং করার সময় অক্ষর ভুল হয়ে যায়। সেই সময় ডিলিট করা বা নতুন করে সেন্ড করা ছাড়া আর কোনো বিকল্প থাকেনা। সেই জন্য এডিট মেসেজ ফিচারটি যোগ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।
যদিও এখনও অব্দি ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে বর্তমানে শুধুমাত্র IOS বেটা ভার্সনের ক্ষেত্রে এই ফিচারটি চালু করা হয়েছে। কবে কখন ফিচারটি সবার জন্য চালু হবে সেই বিষয়ে এখনও অব্দি কোনো তথ্য দেয়নি Wabetainfo। আশা করা হচ্ছে খুব শীঘ্রই আপডেট মাধ্যমে এই ফিচারটি অ্যাপে যোগ করা হবে।