Holiday Homework Program : স্কুলে গরমের ছুটি,টোল-ফ্রি নম্বর হবে পড়াশোনা।

0
holiday homework program

এপ্রিল মাসে তীব্র দাবদাহের কবলে পড়েছিল ভারতের বেশির ভাগ রাজ্য। এর মধ্যে অনেক রাজ্যে অত্যধিক গরম পরার ফলে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে তরিঘড়ি গরমের ছুটি এগিয়ে নিয়ে আসে রাজ্য সরকারগুলি। ওড়িশা,পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যগুলিতে তীব্র গরমের কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই গরমের ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষা দপ্তর গুলি। যদিও হঠাৎ গরমের ছুটি ঘোষণা করার ফলে পড়ুয়াদের পঠন পাঠনে বিঘ্ন ঘটবে,পরবর্তীতে সিলেবাস শেষ করতে অসুবিধা হবে বলে জানায় শিক্ষক ও অভিভাবক মহলের একাংশ। তারা বিকল্প ব্যবস্থা স্কুলে পঠন পাঠন পুরোপুরি বন্ধ না রেখে বিকল্প ব্যবস্থা হিসাবে সকালে স্কুল চালু করার পক্ষে শওয়াল করে। যদিও সরকার আগাম গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্তই বহাল রাখে।

(CBSE Syllabus : যুক্ত হচ্ছে ৩৩ টি নতুন বিষয়,শেখানো হবে এআই,কোডিং,ডেটা সায়েন্স)

পড়শি রাজ্য ওড়িশায় সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৯ মে থেকে গরমের ছুটি (Summer Vacation In Odisha 2023) পড়ার কথা ছিল। কিন্তূ তীব্র গরমের কারণে প্রায় এক মাস আগে গত ২১ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করে দেয় ওড়িশা শিক্ষা দপ্তর। আগাম গরমের ছুটি ঘোষণার কারণে পড়ুয়ারা বাড়িতে বসে পড়াশোনা করতে গিয়ে যাতে কোনওরকম সমস্যার মধ্যে না পড়ে তারজন্য ‘হলিডে হোমওয়ার্ক প্রোগ্রাম’ (Holiday Homework Program) নামে অভিনব প্রকল্পের সূচনা করল ওড়িশা শিক্ষা দপ্তর। এই প্রকল্পের আওতায় রাজ্যের ৩০ টি জেলায় টোল-ফ্রি নম্বর ও হেল্পডেস্ক তৈরি করা হবে। এই হেল্পডেস্কটি ছুটির দিন ছাড়া সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চালু থাকবে। প্রতিটি হেল্পডেস্ক কেন্দ্রে চারজন করে শিক্ষক উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট শিক্ষকরা পড়ুয়ারা হোমওয়ার্ক করতে গিয়ে কোথাও আটকে গেলে ফোনের মাধ্যমে তা সমাধান করে দেবেন।

ওড়িশা শিক্ষা দপ্তরের তরফ থেকে টুইট করে এ খবর জানানো হয়েছে। টুইটে আরও জানানো হয়েছে হলিডে হোমওয়ার্ক প্রোগ্রামের মাধ্যমে ৩০ টি জেলার পড়ুয়ারা টোল-ফ্রি নম্বরে ফোন করে ঘরে বসেই বিশেষজ্ঞ শিক্ষকদের থেকে পড়া বুঝে নিতে পারবে।

ওড়িশা শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও অবধি কোন স্কুল খোলার কোন ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছে স্কুল না খোলা অবধি হলিডে হোমওয়ার্ক প্রোগ্রামের মাধ্যমে পড়ুয়াদের সমস্যার সমাধান চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *