ভারতীয়দের জন্য চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন চালু করলো ওপেন এআই,জানুন দাম।

0
chatgpt plus launch in india

শুক্রবার ওপেনএআই (OpenAI) কোম্পানি ভারতীয়দের জন্য চ্যাটজিপিটি প্লাস (ChatGPT Plus) এর সাবস্ক্রিপশন চালু করেছে। চ্যাটজিপিটির নতুন ফিচার গুলি আগাম উপভোগ করতে চাইলে সাবস্ক্রিপশন নিতে পারেন,সঙ্গে নতুন লঞ্চ হওয়া চ্যাটজিপিটি ৪ (Chat GPT-4) এর ফিচার গুলিও উপভোগ করতে পারবেন। এর আগে আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশেও এই সাবস্ক্রিপশন পদ্ধতি চালু করেছে ওপেনএআই,এবার তা ভারতে চালু হল। ওপেনএআই টুইট করে এখবর জানায়,যা পরে ওপেনএআই সিএও শ্যাম অল্টম্যান রিটুইট করেন।

চ্যাটজিপিটি প্লাস (Chatgpt Plus) কি ?

এটি হলো ওপেনআই দ্বারা বানানো তাদের চ্যাটজিপিটি চ্যাটবটের একটি নতুন প্রিমিয়াম সংস্করণ।

চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিবশন মূল্য :

ভারতের এর সাবস্ক্রিপশন মূল্য মাসে ২০ ডলার ঘোষণা করেছে কোম্পানি যা ভারতীয় টাকায় প্রায় ১,৬৫০ টাকা। তবে সাবস্ক্রিপশন মূল্যটি আপনাকে ডলারেই পেমেন্ট করতে হবে।

সাবস্ক্রিপশন নিলে কি কি সুবিধা পাবেন জেনেনিন :

চ্যাটজিপিটি প্লাস ফিচার্স :

১) এর মাধ্যমে আপনি চ্যাটজিপিটিতে চ্যাটজিপিটি ৪ ব্যবহারের অনুমতি পাবেন।

২) এর প্রতিক্রিয়া করার ক্ষমতায় আরও দ্রুত।

৩) নতুন নতুন ফিচার গুলিকে গ্রহণ করার অধিকার আছে চ্যাটজিপিটি প্লাস এর কাছে।

৪) লঞ্চের পরে চ্যাটজিপিটির চাহিদা বহুগুণ বেড়ে যাওয়ার ফলে একসঙ্গে বহু ইউজার এটি ব্যবহার করার ফলে অনেক সময় চ্যাটজিপিটি কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু চ্যাটজিপিটি প্লাস এই উচ্চ চাহিদার সময়েও অনায়াসে কাজ করবে বিনা আটকে।

৫) চাহিদা ও সিস্টেমের কর্মক্ষমতা অনুযায়ী এটি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।

(ChatGPT-4 : আরও উন্নত প্রযুক্তি নিয়ে বাজারে এল নয়া চ্যাটজিপিটি-৪)

কি ভাবে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন নেবেন ?

প্রথমেই বলে রাখি,অনেকেরই এই সাবস্ক্রিপশনের টাকা পেমেন্ট করার সময় সমস্যার সম্মুখীন হচ্ছে। এটি রিজার্ভ ব্যাংকের নিয়মের কারণে হতে পারে বলে মনে করা হচ্ছে।

১) গুগলে গিয়ে chat.openai.com লিখে সার্চ করুন।

২) এবার উপরের বাম দিকে মেনু বা তিনটি লাইন দেখতে পাবেন ওখানে ক্লিক করুন। আপনার সামনে কিছু অপশন খুলে যাবে।

৩) এর মধ্যে থেকে ‘Upgrade to Plus’ নামে অপশনে ক্লিক করুন।

৪) এবার ‘Upgrade’ অপশনের ক্লিক করুন।

৫) পেমেন্ট করার জন্য আপনার ইমেইল,কার্ডের তথ্য,নাম,দেশ, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে তিনটি ফাঁকা জায়গায় ক্লিক করে নিচের ‘Subscribe’ লেখায় ক্লিক করুন তাহলেই পেমেন্ট হয়ে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *