ChatGPT-4 : আরও উন্নত প্রযুক্তি নিয়ে বাজারে এল নয়া চ্যাটজিপিটি-৪।

0
chatgpt 4 features

গত বছর আমেরিকান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ওপেনএআই (OpenAI) চ্যাটজিপিটি (ChatGPT) নামে একটি চ্যাটবট লঞ্চ করে। এই চ্যাটবট যেকোনো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে খুঁজে বের করার ক্ষমতা রাখে,তবে সেটা লিখিত আকারে। লঞ্চের পর খুব অল্প সময়ের মধ্যেই চ্যাটজিপিটি জনপ্রিয়তা লাভ করে। বিশ্বের বুকে খুব দ্রুত এর গ্রাহক সংখ্যা ১০ লক্ষ ছড়িয়ে যায়। যা একটি বিশ্বরেকর্ড।

এবার সেই চ্যাট জিপিটির নতুন একটি ভার্সন নিয়ে হাজির হলো ওপেনএআই সংস্থা। এর নাম দেওয়া হয়েছে চ্যাটজিপিটি-৪ (ChatGPT-4)। গত ১৪ মার্চ ওপেনএআই কোম্পানির তরফ থেকে অফিসিয়াল ভাবে নতুন ভার্সনটি লঞ্চের ঘোষণা করা হয়। এই বিষয়ে ওপেনএআই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি লাইভ ট্রিমও করে তারা।

কোম্পানির তাদের নতুন ভার্সন সম্বন্ধে জানিয়েছে,এতে পূর্বের ভার্সনের তুলনায় অনেক বেশি তথ্য ও নতুন ফিচার যোগ করা হয়েছে। যা মানুষের কাজকে আরও সহজ করতে সাহায্য করবে। আসুন জেনে নিই নতুন ফিচার গুলি সম্বন্ধে বিস্তারিত ভাবে।

চ্যাটজিপিটি ও চ্যাটজিপিটি-৪ এর মধ্যে পার্থক্য ও ফিচার :

লিখিত ও ছবির ব্যবহার :

আগের ভার্সন অর্থাৎ চ্যাটজিপিটিতে (ChatGPT) শুধু মাত্র অক্ষরের ব্যবহার করা যেত কিন্তু কোনো ছবি ব্যবহারের বিকল্প ছিলো না। তবে নতুন ভার্সনের মাধ্যমে আপনি অক্ষরের সাথে ছবিরও ব্যবহার করতে পারবেন। কোম্পানির দেওয়া তথ্য অনুসারে, যেকোনো ছবি আপলোড করলে সেই ছবি সংক্রান্ত তথ্য আপনি জিজ্ঞাসা করতে পারবেন। শুধু তাই নয় অক্ষর ও ছবির পরে ভিডিও আপলোড ফিচারটিও শীঘ্রই যোগ করবে বলে ইঙ্গিত দিয়েছে মাইক্রোসফট।

(Information Technology Act In India : ২৩ বছর পরে প্রযুক্তি আইনে পরিবর্তন আনতে চলেছে সরকার ?)

আরও বেশি শব্দ ক্ষমতা :

নতুন ফিচার হিসেবে চ্যাটজিপিটি-৪ প্রশ্নের উত্তর হিসেবে ২৫ হাজার অব্দি শব্দের ব্যবহার করতে পারবে যেখানে আগের ভার্সনটি মাত্র ৩ হাজার অব্দি ব্যবহার করতে পারে। শুধু তাই নয় আপনি চ্যাটজিপিটি-৪ কে যেকোনো লিংক পাঠিয়ে সেটিকে শব্দের রূপ দিতে পারবেন।

ছবি থেকে ওয়েবসাইট বানানো :

চ্যাটজিপিটি-৪ লঞ্চ দিনেই একটি ইউটিউব লাইভ স্ট্রিমং করে যেখানে দেখানো হয়, কি ভাবে শুধু মাত্র ছবি আপলোড ফিচারকে কাজে লাগিয়ে কাগজের লিখিত ওয়েবসাইটকে আসল ওয়েবসাইট রূপান্তর করা যায়।

তথ্য ক্ষমতা :

নতুন চ্যাটজিপিটি-৪ সম্বন্ধে ওপেনএএই বলেছে, এই ভার্সনটির বিস্তারিত তথ্য প্রদান ও ব্যাখ্যা করার ক্ষমতা আগের ভার্সনের তুলনায় অনেক বেশি। এটি তথ্য যেমন বেশি প্রদান করবে তেমনই তথ্যটিকে বিস্তারিত ব্যাখ্যাও সুন্দর ভাবে করে দেবে।

আরও বেশি সুরক্ষা :

নতুন ভার্সনে ওপেনএএই নিরাপত্তার উপরে আরও জোর দিয়েছে। এটি বেশি পরিমাণে বাস্তবিক তথ্য প্রদান করবে এবং নিষিদ্ধ কন্টেট কম দেখাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *