আর্থিক ভাবে দুর্বল মেধাবী পড়ুয়াদের সহায়তা করতে নতুন স্কলারশিপের ঘোষণা করল ফিলিপস (Philips)। যে সকল ছাত্র ছাত্রী মেডিকেল ডিগ্রী/কোর্সে পাঠরত কেবলমাত্র তারাই এই স্কলারশিপে আবেদনের যোগ্য। জেনে নিন ফিলিপ্স স্কলারশিপের (Phillips Scholarship Program 2022-23) যোগ্যতা,আবেদনের পদ্ধতি,শেষ তারিখ।
যোগ্যতা
- ভারতের যে কোন প্রান্ত থেকে ৭০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাস।
- এই স্কলারশিপটি কেবলমাত্র মেডিকেল শাখার পড়ুয়াদের জন্য। উদাহরণ : এমবিবিএস (MBSS),বিডিএস (BDS),নার্সিং,BAMS,BHMS, B.PHARM ছাড়াও হেলথকেয়ার সংক্রান্ত যে কোন কোর্স/ডিগ্ৰীতে যে কোন বর্ষে পাঠরত পড়ুয়া আবেদন করতে পারবে।
- পারিবারিক বার্ষিক আয় ৬ লাখ টাকার নিচে হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- ভোটার কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড।
- পাসপোর্ট সাইজ ফটো।
- দ্বাদশ শ্রেণীর মার্কশীট।
- পরিবারের আয়ের সার্টিফিকেট (Income Certificate)।
- আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস,চলতি বর্ষের ভর্তির প্রমাণপত্র (ফি রিসিপ্ট/ কলেজের আইডেন্টিটি কার্ড/এডমিশন লেটার/ বোনাফায়েড সার্টিফিকেট)।
স্কলারশিপের পরিমাণ
নির্বাচিত প্রার্থীকে কেবলমাত্র শিক্ষা খাতে খরচের জন্য ৫০,০০০ টাকা দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ
৩১ জানুয়ারি,২০২৩
(আরও পড়ুন : বন্ধ হয়ে গেল স্কলারশিপ,কঠিন হল দরিদ্র মেধাবীদের উচ্চশিক্ষা)
আবেদন পদ্ধতি :
- নিচে দেওয়া APPLY NOW বাটনে ক্লিক করুন।
- আবেদনকারীর ইমেইল অথবা মোবাইল নম্বর দিয়ে Buddy4studdy.com এ অ্যাকাউন্ট খুলতে হবে (আগে থেকে অ্যাকাউন্ট থাকলে রেজিস্টার্ড আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে)।
- Philips Scholarship Program 2022-23 অপশনে ক্লিক করে Start Application বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।