বিদেশেও চালু হলো PhonePe;জানুন বিস্তারিত।
বিগত বছরে ভারতের রেকর্ড সংখ্যায় অনলাইন পেমেন্ট হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI)। এই রিপোর্টে তারা জানিয়েছে বিগত বছরের (২০২২) ডিসেম্বর মাসে ভারতে ১২ লাখ কোটি টাকার ইউপিআই (UPI) লেনদেন হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে এটি ছিলো ১১ লাখ কোটি টাকা। এর থেকে ভারত সরকার আন্দাজ করছে যে জনগন নগদের তুলনায় ইউপিআই ব্যবস্থা কে লেনদেন হিসেবে বেছে নিচ্ছে । সরকারের চাইছে ভারতে প্রত্যেক জায়গায়,শহর,গ্রাম,মহল্লায় অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করতে। এই পরিসংখ্যান গুলি সেই ইঙ্গিতই দিচ্ছে। দেশ আসতে আসতে ক্যাশলেস জগতের দিকে ঝুঁকছে।
ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ হচ্ছে ফোনপে (PhonePe)। যার গ্রাহক সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন। এবার তারা আন্তর্জাতিক স্তরেও নিজেদের বাজার বিস্তার করলো। ভারত থেকে বিদেশে ভ্রমণকারীদের টাকা লেনদেনকে আরও সুবিধা জনক করার জন্য তারা আন্তর্জাতিক ইউপিআই ব্যবস্থা চালু করেছে।গত ৭ ফেব্রুয়ারি,২০২৩ এই ঘোষণা করা হয় ফোনপের তরফ থেকে।
(আরও পড়ুন : ইউপিআই পেমেন্ট করলে মিলবে কয়েন;নতুন ক্যাশলেস সিস্টেম লঞ্চ করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া)
এবার থেকে ফোনপে ব্যাবহারকারিরা ভারতের বাইরে ৫টি নির্দিষ্ট দেশে ফোনপে অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে টাকা পেমেন্ট করতে পারবেন। এই ৫টি দেশ হলো নেপাল,ভুটান,ইউনাইটেড আরব এমিরেটস,সিঙ্গাপুর,মরিশাস। আপাতত এই ৫টি দেশে চালু হলেও পরবর্তীতে ফোনপে বিশ্বের আরও অন্যান্য দেশেও পৌঁছে যাবে বলে দাবি করেছে এই সংস্থা। এটি দেশের ফিনটেক সংস্থা যারা বিদেশে নিজেদের অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করলো। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেছেন দেশের অর্থনৈতিক মহল । এই ব্যবস্থার ফলে খুশি ভারতের জনগণ।
এই বিষয়ে কোম্পানীর সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও রাহুল চারি বলেছেন -‘UPI ইন্টারন্যাশনাল হল বাকি বিশ্বকে UPI-এর অভিজ্ঞতা দেওয়ার প্রথম বড় পদক্ষেপ। আমি নিশ্চিত যে এই লঞ্চটি একটি গেমচেঞ্জার হিসাবে প্রমাণিত হবে এবং বিদেশ ভ্রমণকারী ভারতীয়রা বিদেশে আউটলেটগুলিতে অর্থ প্রদানের পদ্ধতিকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে।’