PM kisan Yojana : টাকা বেড়ে হতে পারে ৮ হাজার,কৃষকদের মধ্যে খুশির হাওয়া।

পি এম কিষান সম্মান নিধি

আমাদের দেশ ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। দেশের প্রায় ৫০ শতাংশের উপর মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। ২০১৮ সালে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাহায্যের জন্য চালু করা হয় প্রধানমন্ত্রী কিষান যোজনা (PM kisan Yojana) বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana)। কৃষকরা যাতে করে সুষ্ঠ ভাবে কৃষি কাজ চালিয়ে যেতে পারেন,তাদের আয় আরো বৃদ্ধি পায় সেই কারণে এই যোজনা চালু করা হয়।

সামনের বছর ২০২৪ সালের লোকসভা নির্বাচন,সেই নির্বাচনের কথা মাথায় রেখে সাধারণ মানুষের সুবিধার্থে ২০২৩ সালের বাজেটে পিম কিষান প্রকল্পে বিশেষ নজর দেবে কেন্দ্র সরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ দেশের সবচেয়ে বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকায় ভোট ব্যাংকের সিংহভাগ নিয়ন্ত্রণ করেন কৃষক ও তাঁদের পরিবারবর্গ। কৃষকদের সন্তুষ্ট করতে পারলেই ২০২৪ এর ভোট বৈতরণী পার করা অনেকটাই সহজ হয়ে যাবে মোদী সরকারের। সেই কারণে আগামী ১ লা ফেব্রুয়ারী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কতৃক পেশ করা বাজেটে বাড়তে পারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকার অঙ্ক।

(আরও পড়ুন : আর ১৮ বছর নয়,তার আগেই তোলা যাবে ভোটার তালিকায় নাম;জানুন নতুন নিয়ম সম্পর্কে)

বর্তমানে এই যোজনার আওতায় কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা পাঠানো হয়। তবে এই ৬ হাজার টাকা অ্যাকাউন্টে একবারে দেওয়া হয় না,প্রতি ৪ মাসের ব্যাবধানে তিন কিস্তিতে ২ হাজার টাকা করে পাঠানো হয়। জানা যাচ্ছে ২০২৩ সালের বাজেটে ৬ হাজার থেকে বেড়ে ৮ হাজার টাকা হতে পারে আর্থিক সাহায্যে। অনুদান বেড়ে গেলে বর্তমানে ৩ কিস্তিতে ৬ হাজার টাকার বদলে ৪ কিস্তিতে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা দেওয়া হবে।

এই মূল্য বৃদ্ধির বাজরে প্রতি বছর বেড়েই চলেছে কৃষি কার্যের খরচ। চাষের কাজের মূল উপাদান সার ও বীজের খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় কৃষকরা অনেক দিন থেকেই টাকা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। টাকা বাড়ানোর দাবি নিয়ে ইতিমধ্যে সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *