6g Internet In India : বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,জানুন বিস্তারিত।

0
6g in india

ভারত 5G ইন্টারনেটের সূত্রপাত হওয়ার পরে এবার 6G (6G Network) নিয়ে বড়ো ঘোষণা করলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে একটি নতুন আইটিইউ এরিয়া অফিস ও ইনোভেশন সেন্টার উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এই উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন,আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। এই দিন উদ্বোধনের পাশাপশি মোদী ‘ভারত 6G ভিশন ডকুমেন্ট’ নামে একটি প্রজেক্ট লঞ্চের ঘোষণা করেন।

এই বিষয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারত 5G-এর শক্তি দিয়ে সমগ্র বিশ্বের কাজের সংস্কৃতি পরিবর্তন করতে অনেক দেশের সাথে কাজ করছে… ভারতের 5G এর মান বিশ্বব্যাপী 5G সিস্টেমের অংশ এবং এটি ভবিষ্যতের প্রযুক্তির মান উন্নয়নের জন্য আন্তর্জাতিক টেলিকম ইউনিয়ন (ITU)-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।”

‘ভারত 6G প্রজেক্ট’ অনুসারে ২০৩০ সালের মধ্যে দেশে নেক্সট জেনারেশন 6G ইন্টারনেট (6G Technology) লঞ্চের পরিকল্পনা করেছে সরকার। এই প্রজেক্টের লক্ষ হলো দেশে অর্থ গবেষণা ও পরবর্তী প্রজন্মের প্রযুক্তি স্থাপনের মধ্য দিয়ে এক উন্নত ব্যবস্থা গড়ে তোলা যা দেশকে বিশ্বের দরবারে আরও উচু স্থানে নিয়ে যাবে।

(Voter Card Aadhaar Card Link : বাড়ল ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করার সময়)

ভারতবর্ষে এই প্রকল্পকে দুটি ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং তার জন্য একটি উচ্চ পর্ষদ গঠন করা হয়েছে সরকার দ্বারা,যারা এই প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ করবে।

সরকার দ্বারা গঠিত এই উচ্চ পর্ষদ ভারতীয় স্টার্ট-আপ,কোম্পানি,গবেষণা সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলি দ্বারা গবেষণা ও উন্নয়নের পাশাপাশি 6G প্রযুক্তির নকশা,নির্মাণের সুবিধা এবং তহবিল গঠনের কাজ করবে। তবে এই পর্ষদের আসল উদ্দেশ্য হলো বিশ্বের দরবারে ভারত কে সব থেকে সস্তার 6G ইন্টারনেট প্রদনকারি দেশ হিসাবে তুলে ধরা।

বলা হচ্ছে নতুন এই উচ্চগতি সম্পন্ন 6G ইন্টারনেট বর্তমান 5G ইন্টারনেট থেকে ১০০ গুন দ্রুত হবে। যদিও এখনও অব্দি 6G ভারতে আসেনি। তবে এটি একটি ধারণা মাত্র।

অন্যদিকে এই বিষয়ে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান, “এই টার্গেটের ভিত্তিতে দেশ কাজ করেছে – উদ্ভাবক,উদ্যোক্তারা – সবাই একসঙ্গে কাজ করেছে,এখন পর্যন্ত 6G প্রযুক্তির জন্য ১২৭টি পেটেন্ট ভারতীয়রা পেয়েছে।”

সঙ্গে আরও জানান “আমি আমাদের সেক্রেটারিকে অনুরোধ করছি যে তারা উপস্থিত সমস্ত দেশে অত্যন্ত ছাড়যুক্ত 5g টেস্টিং পরিষেবাগুলি প্রসারিত করবে। আমরা সবাই একসাথে বেড়ে উঠব। আমরা সবাই নিশ্চিত করব যে আমাদের অঞ্চল বিশ্বে অবদান রাখে”।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *