কাল শুরু Madhyamik Exam,তার আগেই জানা গেল রেজাল্টের দিন।

0
madhyamik exam 2023

২৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। তার দুদিন আগে সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ মধ্যেশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই সাংবাদিক বৈঠকের বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়ে দিয়েছিল পর্ষদ। এদিনের সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি জানান এবছর সারা রাজ্য জুড়ে মোট ২ হাজার ৮৬৭ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ আগেই দিয়ে রেখেছিল পর্ষদ। জানা গেছে ২ হাজার ৭৯৫ টি কেন্দ্রে ইতিমধ্যেই সিসিটিভি বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে,বাকি কেন্দ্রগুলিতে আজ অথবা কালের মধ্যেই জেলা প্রশাসনের সহায়তায় সিসিটিভি বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

(আরও পড়ুন : Madhyamik Exam 2023 : কড়া নজরদারির জন্য চালু হল অ্যাপ;সমস্যার সমাধানে হেল্পলাইন নম্বর)

এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯৮ হাজার ৭২৪,এর মধ্যে ছাত্রের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২জন ও ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ২১জন,যা গত বছরের তুলনায় ৪ লাখ কম।

এবছর আদালতের নির্দেশে চাকরি গেছে অনেক শিক্ষক-শিক্ষিকার। তাদেরকে মাধ্যমিক পরীক্ষায় ডিউটি দেওয়া হবে কি না সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি পর্ষদ সভাপতি। আদালতের নির্দেশে বরখাস্ত হওয়ায় কিছু কিছু স্কুলে গ্ৰুপ ডি কর্মীর সংখ্যা কম,সেই ঘাটতি পূরণের জন্য পার্শবর্তী স্কুলগুলি থেকে গ্রূপ ডি কর্মী আনা হবে।

হঠাৎ করে রাজ্যজুড়ে শুরু হয়েছে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ,পাল্লা দিয়ে বেড়ে চলেছে জ্বর,সর্দি,কাশি। এই অ্যাডিনো ভাইরাসের প্রকোপ রুখতে আগে থেকেই সাবধানী পর্ষদ,প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আলাদা করে রাখা হয়েছে ‘সিক রুম’। পরীক্ষা দিতে এসে কোন পরীক্ষার্থী অসুস্থবোধ করলে তরিঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে এই ‘সিক রুমের’।

(আরও পড়ুন : Madhyamik Routine 2023 : বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাসূচিতে বদলের কথা জানাল পর্ষদ)

মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে পাহাড় বন্ধের ডাক দেওয়ায় সমস্যায় পড়তে পারে ৯ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী,সেখানে মোট ৬০ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। এই বিষয়ে বিনয় তামাং এর সঙ্গে ফোনে কথাও বলেন পর্ষদ সভাপতি।

এদিন সভাপতি জানান মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে এবারের মাধ্যমিকের রেজাল্ট । আগের বার রেজাল্ট প্রকাশ করা হয়েছিল ৩ জুন। পরীক্ষা শুরুর আগেই চালু করা হয়েছে কন্ট্রোলরুম,যেখানে ফোন করে জানানো যাবে পরীক্ষা সংক্রান্ত যে কোন সমস্যা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই পরীক্ষার দিনগুলিতে লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল,চালানো হবে অতিরিক্ত বাস,পরীক্ষার সময়ে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এবারের মাধ্যমিক শেষ হবে ৪ মার্চ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *