Medicine Price Hike : এপ্রিল থেকে ১২% বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় ওষুধের দাম।

0
essential medicine medicine price increase from april

এপ্রিল মাসের শুরুতে ওষুধের মূল্য বৃদ্ধির সম্মুখীন হতে হবে ভারতীয় জনগণকে। কারণ এবার বাড়তে চলছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম। ১লা এপ্রিল থেকে জারি হচ্ছে নতুন আয়কর নিয়ম। এই আয়কর নিয়মের ওষুধের দাম বৃদ্ধির কথা আগেই জানানো হয়েছিল। তাই বর্তমান মূল্যের থেকে ১২% অব্দি বাড়বে ওষুধের দাম এমনই খবর জানিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)। সব মিলিয়ে প্রায় ৮০০ ধরনের ওষুধ এই মূল্য বৃদ্ধির আওতায় পড়চে। শুধু ওষুধ নয় চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির দামও বাড়বে বলে জানিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ।

অন্যদিকে সরকার দ্বারা জারি করা ৩৮৪টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম (Essential Medicine Price Increase) এবং ১০০০টির বেশি ফর্মুলেশনের দাম ১১%-এর বেশি বৃদ্ধি পাবে।

(Mental Health Of Students : মানসিক অবসাদ রোধে নির্দেশিকা জারি শিক্ষা মন্ত্রকের।)

এই মূল্যবৃদ্ধি যে শুধু চলতি বছরের জন্য হচ্ছে তা নয়। আগের বছরেও ১০% হারে ওষুধের দাম বৃদ্ধি করেছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। প্রত্যেক বছরেই সরকার ওষুধের দামে পরিবর্তন নিয়ে আসে। ফার্মেসি গুলোর কাছে সরকারি অনুমতি ছাড়া ওষুধের দাম বাড়ানোর নিয়ম নেই। আগে সরকারি নির্দেশিকার জারি হয় তার পরে ফার্মেসি গুলো ওষুধের দাম বৃদ্ধি করে।

এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের এক কর্মকর্তা বলেছেন যে বাজারে ওষুধের ঘাটতি যাতে না হয়,তার সাথে ওষুধ প্রস্তুতকারক এবং ওষুধ ক্রেতারা পারস্পরিকভাবে উপকৃত হয় তা নিশ্চিত করার জন্য দাম বৃদ্ধি করা হচ্ছে। উৎপাদকরা লোকসানে বিক্রি করবেন না এবং আমাদের অবশ্যই দেশে প্রয়োজনীয় ওষুধের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে হবে এবং দাম একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে বাড়তে দেওয়া হয়।

এটি পরপর দুই বছর হতে চলেছে যেখানে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম ১০ শতাংশেরও বেশি বেড়েছে। সেই তুলনায় গত বছরে এই সমস্ত ওষুধ গুলির দাম বেড়েছে ১১ শতাংশ হারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *