UPI : অ্যাকাউন্টে টাকা না থাকলেও পাঠানো যাবে টাকা,নতুন পদ্ধতিতে আরও সহজ লেনদেন।

0
upi credit lines

বিগত কিছু সময় ধরে ভারতে অনলাইন ইউপিআই (UPI) পেমেন্টের দিকে ঝুঁকছে মানুষ। অনেক ক্ষেত্রে নগদের তুলনায় অনলাইনে পেমেন্ট করা বেশি সহজ ও সুবিধাজনক বলে মনে করছেন অনেকেই। অধিক পরিমাণ টাকা পকেটে রাখার থেকে মোবাইলে রাখা বেশি সুবিধাজনক নয় কি ? আর অনলাইন পেমেন্টের ক্ষেত্রে খুচরো দেওয়া নেওয়ার ঝামেলা থাকেনা,এটাও একটা বড়ো সুবিধা বলা যেতে পারে। যে পরিমাণ টাকা পকেটে বহন করতে পারবেন তার থেকে অনেক বেশি টাকা আপনি ফোনে রাখতে পারবেন। তাই ইউপিআই ও অনলাইন অ্যাপ ব্যবহারের একাধিক সুবিধা খুঁজে পাচ্ছে মানুষ।

তবে এই বিষয়ে একটি প্রশ্ন থেকে যাচ্ছে ধরুন আপনাকে অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে কিন্তু আপনি দেখলেন অ্যাকাউন্টে টাকা শেষ আর আপনার কাছে নগদও নেই। এমত অবস্থায় টাকা পাবেন কোথা থেকে ? আর চিন্তা নেই এই সমস্যার সমাধান বের করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)।

(Loan App Rules : মেনে চলতে হবে দেশের আইন,লোন অ্যাপের বিরুদ্ধে নতুন নির্দেশিকা জারি গুগলের)

সম্প্রতি এই বিষয়ে একটি বৈঠকে দারুন সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার থেকে যদি আপনার অ্যাকাউন্টের টাকা শেষ হয়ে যায় তার পরেও আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন ইউপিআই অ্যাপ গুলি থেকে। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংক থেকে আপনি কিছু টাকা ধার নিতে পারবেন জরুরি অবস্থায় ব্যবহারের জন্য।

তবে কতো টাকা অব্দি ধার নিতে পারবেন সেই বিষয়টি ব্যাংক নির্ধারণ করবে। এটি অনেকটা ক্রেডিট কার্ড সিস্টেমের মতো। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যদি ধার নেওয়া টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না দিতে পারেন তাহলে ব্যাংক আপনার উপরে অতিরিক্ত সুদ ধার্য করবে।

মূলত ইউপিআই ব্যবস্থাকে জনগণের মাঝে আরও তুলে ধরার জন্য এবং মানুষকে ইউপিআই ব্যবহারের বিষয়ে আরও উৎসাহিত করার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিগত কিছু বছরে ভারতে অনলাইন টাকা আদান প্রদানের পরিমাণ বেড়েছে বহুগুণ। দেশের বাইরেও বহু দেশে চালু হচ্ছে ভারতীয় ইউপিআই ব্যবস্থা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *