Realme (রিয়েলমি) তাদের চলতি সিরিজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবার গ্লোবাল মার্কেটের পরে ভারতে তারা লঞ্চ করলো তাদের 10 সিরিজের নতুন দুটি স্মার্টফোন Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G এবং যার মধ্যে Pro+ হচ্ছে ওই দামের মধ্যে প্রথম স্মার্টফোন যাতে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই সিরিজের আগে কোম্পানি GT এবং 9 সিরিজের দুর্দান্ত কিছু ফ্লাগশিপ স্মার্টফোন লঞ্চ করে যা ফোন প্রেমীদের মন জয় করে নেয়। ইতিমধ্যেই দুটি ফোনের বিক্রি শুরু হয়ে গেছে ফ্লিপকার্ট সহ Realme অফিসিয়াল ওয়েবসাইট, Realme অ্যাপ অথবা আপনার নিকটবর্তী স্টোর থেকেও ক্রয় করতে পারবেন। বর্তমানে এই ফোন দুটির অনলাইন ক্রয়ের ক্ষেত্রে কোম্পানি দিচ্ছে বিশেষ ছাড়, ব্যাঙ্কিং অফার, EMI অফার এবং এক্সচেঞ্জ অফার। আরও বিস্তারিত জানতে (রিয়েলমি) অফিসিয়াল ওয়েবসাইট : https://www.realme.com/in/ অথবা ফ্লিপকার্ট অ্যাপে দেখুন।
Relame 10 Pro 5G দাম ও স্পেসিফিকেশন :
নতুন এই 5G স্মার্টফোনের 6GB+128GB এর দাম 18,999 টাকা এবং 8GB+128GB ভ্যারিয়েন্টর দাম 19,999 টাকা। ফোনের তিনটি কালার পাবেন গোল্ড, ব্লু এবং ডার্ক।
এতে আছে 6.72 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz। ক্যামেরার ক্ষেত্রে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল প্রলাইট ক্যামেরা পিছনে এবং সামনে আছে 16 মেগাপিক্সেল সেলফির জন্য। আছে স্নাপড্রাগণ 695 5G চিপসেট, 1 টিবি অব্দি এক্সটার্নাল মেমোরি,আকর্ষণীয় হাইপার স্পেস ডিজাইন, 33 ওয়াটারের সুপার ভোক চার্জার এবং 5000mah ব্যাটারি। এটি Realme UI অ্যান্ড্রয়েড 13 দ্বারা চলবে।
( আরও পড়ুন : হাওড়া বর্ধমান শাখায় টানা ১৩ দিন বন্ধ ট্রেন;জেনে নিন কোন কোন ট্রেন হল বাতিল )
Relame 10 Pro+ 5G দাম ও স্পেসিফিকেশন :
এই ফোনের বিশেষত্ব হচ্ছে কার্ভ ডিসপ্লে যা আগেই বলা হয়েছে। যদিও এর ভ্যারিয়েন্ট সংখ্যা তিনটি 6GB+128GB, 8GB+128GB এবং 8GB+256GB যার দাম যথাক্রমে 24,999 টাকা, 25,999 টাকা আর শেষ ভ্যারিয়েন্টটির দাম 27,999 টাকা। এর ক্ষেত্রে তিনটি কালার পাবেন যার মধ্যে আছে হাইপার স্পেস গোল্ড যা একটি বিশেষ আকষণীয় কালার এবং বাকি দুটো হচ্ছে ডার্ক ম্যাটার এবং নেবুলার ব্ল।
এই ফোনের ডিসপ্লেতে পাবেন 6.7 ইঞ্চি কার্ভ ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz, এছড়াও এটি ইন্ডাস্ট্রির প্রথম যার মধ্যে আছে 2160Hz PWM ডিমিং টেকনোলজি যা কম আলোয় নিজ হতেই কাজ করে। প্রসেসরে আছে মিডিয়াটেক ডাইম্যানসিটি 1080 5G চিপসেট। 180 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mah শক্তিশালী ব্যাটারি যা 20 ঘণ্টা অব্দি চলন ক্ষমতা রাখে, সঙ্গে 67 ওয়াটের ভক চার্জার যা 17 মিনিটের মধ্যে 50% চার্জ করে দেবে। এছড়াও আছে Realme UI 4.0 এর অ্যান্ড্রয়েড 11, ডুয়েল স্টেরিও স্পিকার, ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ইত্যাদি। সম্পূর্ণ জানতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।