রিলায়েন্স এর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির (১৯৩২-২০০২) ৯০ তম জন্মদিনে নতুন ঘোষণা করল রিলায়েন্স ফাউন্ডেশন। তারা জানিয়েছে আগামী ১০ বছরে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য প্রায় পঞ্চাশ হাজার স্কলারশিপ প্রদান করবে। তারা আরও জানিয়েছে ভারতের যুব সম্প্রদায়ের উন্নততর,উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তারা নিরন্তর কাজ করে যাবে।
রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation) সারা দেশের প্রথম বর্ষে পাঠরত ৫০০০ স্নাতক পড়ুয়াকে ২ লাখ টাকা করে ও স্নাতকোত্তরে প্রথম বর্ষে পাঠরত ১০০ জনকে ৬ লাখ টাকা করে মেধা ও আর্থিক অবস্থার উপর ভিত্তি করে বৃত্তি প্রদান করবে।
রিলায়েন্স আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Reliance Foundation Undergraduate Scholarships) :
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- এই স্কলারশিপটি ভারতের মধ্যে অবস্থিত যে কোন স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠরত (যে কোন স্ট্রিমের) কেবলমাত্র প্রথম বর্ষের স্নাতক পড়ুয়াদের জন্য প্রযোজ্য।
- দ্বাদশ শ্রেণীতে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ।
- পারিবারিক বার্ষিক আয় হতে হবে ১৫ লক্ষ টাকার নীচে। পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নিচে হলে অগ্রাধিকার দেওয়া হবে।
সুযোগ সুবিধা :
স্কলারশিপে নির্বাচিত পড়ুয়া স্নাতক ডিগ্ৰী শেষ হওয়ার আগে ২ লক্ষ টাকা পযন্ত পাবে। ৫০০০ ছাত্র ছাত্রীকে এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হবে।
( আরও পড়ুন : বন্ধ হয়ে গেল স্কলারশিপ,কঠিন হল দরিদ্র মেধাবীদের উচ্চশিক্ষা)
প্রয়োজনীয় ডকুমেন্ট :
- দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার মার্কশিট।
- পড়ুয়ার পাসপোর্ট সাইজ ফটো।
- বর্তমানে পাঠরত প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ড অথবা এনরোলমেন্ট সার্টিফিকেট।
- পরিবারের ইনকাম সার্টিফিকেটে (প্রমান সহ)।
আবেদনের শেষ তারিখ :
১৪ ফেব্রুয়ারি,২০২৩
রিলায়েন্স পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপে আবেদনের যোগ্যতা ( Reliance Foundation Postgraduate Scholarships):
- ভারতীয় নাগরিক হতে হবে।
- যে সকল ছাত্র-ছাত্রী কেবল মাত্র নিম্নলিখিত বিষয়ে স্নাতকোত্তর কোর্সের প্রথম বর্ষে পাঠরত তারাই কেবল আবেদন করতে পারবে।
- কম্পিউটার সায়েন্স
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- লাইফ সায়েন্স
- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- রিনিউএবেল এন্ড নিউ এনার্জি
- মেটেরিয়াল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং
- ম্যাথামেটিক্স এবং কম্পিউটিং।
- গেট (GATE) পরীক্ষায় যারা ৫৫০-১০০০ পেয়েছে অথবা গেট (GATE) পরীক্ষায় বসেনি কিন্তূ আন্ডার গ্রাজুয়েট CGPA ৭.৫ বা তার উপরে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- পড়ুয়ার পাসপোর্ট সাইজ ফটো।
- দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার মার্কশিট।
- গেট পরীক্ষার মার্কশিট।
- গ্রাজুয়েশনের মার্কশিট।
- দুটো রেফারেন্স লেটার : ১ টা একাডেমিক,১ টা ক্যারেক্টার।
- দুটো প্রবন্ধ লিখতে হবে : বিষয় পার্সোনাল স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ পারপাস
- বর্তমানে পাঠরত প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ড অথবা এনরোলমেন্ট সার্টিফিকেট।
সুবিধা :
নির্বাচিত পড়ুয়ারা ৬ লক্ষ টাকা পযন্ত স্কলারশিপ পাবে।
আবেদনের শেষ তারিখ :
১৪ ফেব্রুয়ারি,২০২৩
অফিসিয়াল নোটিফিকেশন : CLICK HERE
আবেদন করুন : CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট : CLICK HERE