Jio New PostPaid plan : এক মাস ফ্রী পোস্টপেইড প্ল্যান নিয়ে হাজির জিও,জানুন বিস্তারিত।

0
jio plus postpaid plan

মঙ্গলবার (১৪ মার্চ) রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের গ্রাহকদের জন্য জিও প্লাস (jio plus plans) নামে নতুন পোস্টপেইড ফ্যামিলি প্লান নিয়ে এলো। এই প্ল্যান গুলি ২২ মার্চ থেকে চালু হবে। এতে থাকছে একাধিক সুবিধা যেমন ফ্রী 5G আনলিমিটেড ইন্টারনেট, সিমের হোম ডেলিভারি,কল ব্যাক সার্ভিস,ইন্টারন্যাশনাল রোমিং,নিজের ইচ্ছা অনুযায়ী নম্বর বেছে নেওয়ার বিকল্প ইত্যাদি। আসুন প্ল্যান গুলো সম্বন্ধে জেনেনিই বিস্তারিত ভাবে ।

৩৯৯ টাকার পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান :

৩৯৯ টাকার (Jio Postpaid Plus 399 Plan Details) এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি পাবেন 5G ইন্টারনেট,এক মাসের জন্য ফ্রী ট্রায়াল,আনলিমিটেড কল,আনলিমিটেড এসএমএস সুবিধা,৭৫ জিবি অব্দি ইন্টারনেট ডেটা। এছাড়াও আপনার পরিবারের আরও ৩ জন এই প্ল্যানের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং তিনটি আলাদা সিম কার্ড দেওয়া হবে। তার জন্য আপনাকে সিম প্রতি ৯৯ টাকা করে পেমেন্ট করতে হবে অর্থাৎ ৩৯৯ টাকা+৯৯ টাকা x ৩ = মাসিক ৬৯৬ টাকা (Jio 696 Postpaid Plan) খরচ পড়বে ৪ জনের পরিবারের ক্ষেত্রে । সিকিউরিটি মূল্য হিসেবে আগে আপনাকে ৫০০ টাকা দিতে হবে। কিন্তু এই মূল্য ছাড় আছে তাদের জন্য যারা জিও ফাইবার ব্যাবহারকারী,কর্পোরেট কর্মচারী,ক্রেডিট কার্ড গ্রাহক,জিও পোস্টপেইড গ্রাহক এবং ভালো ক্রেডিট স্কোর যুক্ত গ্রাহক।

(Digilocker : নিজে থেকেই আপডেট হবে সব ডকুমেন্টস, নতুন সিস্টেম চালু করতে চলেছে সরকার)

৬৯৯ টাকার পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান :

৬৯৯ টাকার (Jio 699 Plan Details)এই প্ল্যানে পাবেন 5G ইন্টারনেট,আনলিমিটেড কল ও এসএমএস সুবিধা, ১০০ জিবি ইন্টারনেট ডেটা,৪ জনের পরিবারের জন্য প্রধান গ্রাহক সহ ৩টি আলাদা সিম এবং প্রত্যেক সিমের জন্য ৯৯ টাকা করে,এক মাসের ফ্রী ট্রায়াল,নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের ফ্রী মেম্বারশিপ এবং সিকিউরিটি মূল্য হিসেবে ৮৭৫ টাকা।

নতুন পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান পেতে গেলে কি করতে হবে জানুন :

১) ৭০০০০ ৭০০০০ এই নম্বরে মিস কল দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার জিও প্লাস যাত্রা শুরু করুন।

২) সিকিউরিটি মূল্যে ছাড় পাওয়ার জন্য প্রাসঙ্গিক বিকল্প বেছে নিন।

৩) এবার আপনার ফ্রী সিমটির হোম ডেলিভারির জন্য বুক করুন।

৪) সিম যখন হোম ডেলিভারি দেবে তখন পরিবারের জন্য তিনটি সিম আছে কি না দেখে নেবেন।

৫) ওই সিম গুলি এক্টিভ করার জন্য ৯৯ টাকা রিচার্জ করুন।

৬) প্রধান সিমটি চালু হওয়ার পরে বাকি তিনটি সিম কে myjio অ্যাপের মাধ্যমে যোগ করুন।

প্রিপেইড গ্রাহক কি ভাবে এই পোস্টপেইড অফারির ব্যবহার করবেন ?

পোস্টপেইড গ্রাহকের এই প্ল্যানটি ব্যাবহার করতে গেলে সিম পরিবর্তন করতে হবে না। সিমটি আপগ্রেড করলেই হয়ে যাবে। তার জন্য এই পদ্ধতিটি মেনে চলুন :

১) প্রথমে My Jio অ্যাপে প্রবেশ করুন। এবার প্রিপেইড থেকে পোস্টপেইড অপশন বেছেনিন।

২) এবার ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করে ফ্রী ট্রায়াল প্ল্যান বেছেনিন।

৩) যদি নিরাপত্তার জন্য টাকা দিতে হয় তাহলে জমা করুন।

৪) তাছাড়া প্রিপেইড গ্রাহকরা একটি অতিরিক্ত নতুন পোস্টপেইড সিম কিনতে পারবেন।

জিও পোস্টপেইড ফ্যামিলি প্লান সম্বন্ধে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট www.myjio.com-এ দেখুন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *