ইউপিআই পেমেন্ট করলে মিলবে কয়েন;নতুন ক্যাশলেস সিস্টেম লঞ্চ করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

QR Code Based Coin Vending Machine

ভারতবর্ষে কয়েন ও খুচরো সমস্যা দূর করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) লঞ্চ করলো কিউআর কোড (QR Code) দ্বারা চালিত কয়েন ভেন্ডিং মেশিন যার সংক্ষিপ্ত নাম QCVM। বৃহস্পতিবার ঘোষণা করে ফিচারটি ভারতের বাজারে লঞ্চ করার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের কিছু নামী ব্যাংকের সাথে গাঁটছাড়া বেঁধে এই পরিকল্পনাকে খুব তাড়াতাড়ি বাস্তবায়িত করবে বলে জানিয়েছে তারা। এই সিদ্ধান্তের পিছনে মূল উদ্দেশ্য হলো ভারতের প্রত্যেক জায়গায় কয়েনকে সহজলভ্য করে তোলা।

অনেক সময় দেখা যায় দেশে এক অংশে কয়েনের সংখ্যা প্রচুর তো অন্য অংশে কয়েনের অভাব দেখা দিচ্ছে। এই সমস্যা দূর করতে এবং দেশে কয়েনের সরবরাহ সঠিক ভাবে চালু রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে মনে রাখতে হবে দেশ এখনও অব্দি সম্পূর্ণ ক্যাশলেস হয়নি। এমন বহু মানুষ আছে যারা নগদে র উপর নির্ভরশীল। সুতরাং সম্পূর্ন ক্যাশলেস হলে সমস্যায় পারবে অনেকেই।

(আরও পড়ুন : Union Budget 2023 Live : কি পেল সাধারন মানুষ;কিসের দাম বাড়ল ? কিসের দাম কমল ?)

তবে শুরুতে দেশের ১২ টি নামিদামি শহরের ১৯ টি জায়গায় এই QCVM মেশিন বসানো হবে। প্রথমদিকে রেলস্টেশন, মার্কেট,শপিং মল ইত্যাদি জায়গায় এই মেশিন গুলি বসানো হবে। পরবর্তীতে দেশের প্রতিটি জায়গায় এই মেশিন পৌঁছে যাবে।

তবে বলে রাখি এর আগেও দেশে কয়েন বের করার জন্য ভেন্ডিং মেশিন চালু করা হয়েছিল। কিন্তু সেই মেশিনের ক্ষেত্রে QR কোড ব্যবস্থা ছিলো না। টাকা দিলে কয়েন বেরিয়ে আসতো। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ নকল নোট দিয়ে আসল কয়েন বের করে নিচ্ছিল। আর এই সমস্যা দূর করার জন্যই QR কোড ব্যবস্থা চালু করে সরকার।

(আরও পড়ুন : প্রকাশ করা হল Primary TET Result 2022;প্রথম দশে জায়গা করে নিলেন ১৭৭ জন)

কি এই QCVM ?

QCVM এর ফুল ফর্ম হচ্ছে ‘কিউআর কোড বেস কয়েন ভেন্ডিং মেশিন’ (QR Code Based Coin Vending Machine)। ভেন্ডিং মেশিন হচ্ছে এক ধরনের মেশিন যায় মধ্যে টাকা দিলে খাবার বেরিয়ে আসে। রাস্তাঘাট,শপিং মল,রেলস্টেশন,এয়ারপোর্ট এই সমস্ত জায়গা এই ধরনের ভেন্ডিং মেশিন দেখা যায়। এটিও সেই ধরনের মেশিন। কিন্তু এর মধ্যে থেকে শুধু মাত্র কয়েন বেরিয়ে আসবে তাও টাকা দিয়ে নয় QR কোড স্ক্যান করে UPI এর মাধ্যমে। আপনি নিজের ইচ্ছে মতো মেশিন থেকে কয়েন বের করতে পারবেন।

এই বিষয়ে RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন – ‘কিউআর কোড বেস কয়েন ভেন্ডিং মেশিন (QCVM) হল একটি ক্যাশলেস কয়েন ডিসপেনসেশন মেশিন যা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহার করে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিটের বিপরীতে কয়েন বিতরণ করবে। প্রকল্পটি প্রাথমিকভাবে সারা দেশে ১২টি শহরের ১৯টি স্থানে চালু করার পরিকল্পনা করা হয়েছে। এই ভেন্ডিং মেশিনগুলি রেলওয়ে স্টেশন,শপিং মল, মার্কেটপ্লেসের মতো পাবলিক প্লেসে ইনস্টল করার উদ্দেশ্যে করা হয়েছে যাতে সহজে এবং অ্যাক্সেস যোগ্যতা বাড়ানো যায়।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *