SBI Asha Scholarship 2023 : তাড়াতাড়ি আবেদন করুন,বছরে মিলবে ৪ লাখ টাকার উপর।
ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ,তারাই পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে। দেশ ও সমাজের উন্নতিতে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। কিন্তু বর্তমানে সমাজের এমন অনেক ছাত্র আছে যারা শুধুমাত্র দুর্বল আর্থিক অবস্থার জন্য পড়াশুনা চালিয়ে যেতে সক্ষম হচ্ছে না। এই সমস্ত পড়ুয়াদের কাছে মেধা থাকলেও নেই পরিমাণ মতো টাকা। ফলে দেশের একটা বড়ো অংশ উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই মতো অবস্থায় বিভিন্ন স্কলারশিপ তাদের আর্থিক ভাবে সাহায্য করে। বহু সরকারি ও বেসরকারি সংস্থা ছাত্রদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। এর মাধ্যমে পড়ুয়াদের মধ্যে আর্থিক সমস্যা থাকে তার কিছুটা সুরাহা হয়।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে এমনই এক স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলাশিপের নাম ‘এসবিআই আশা স্কলারশিপ (SBI Asha Scholarship)’। এখানে আবেদন করলে পড়ুয়ারা মাসে ৪০ হাজার টাকা করে পাবে যা বার্ষিক হিসেব করলে দাঁড়াচ্ছে ৪ লাখ ৮০ হাজার টাকা।
(Private Tuition : স্কুল শিক্ষকদের বিরুদ্ধে কোর্টে মামলা করল গৃহশিক্ষকরা)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আশা স্কলারশিপ ২০২৩ বিস্তারিত তথ্য :
কি কি যোগ্যতা থাকতে হবে ?
১) এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিকে ৫৫% নম্বর নিয়ে পাশ করতে হবে।
৩) পরিবারের বছরের মোট আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
৪) আপনাকে ন্যাশনাল ইন্সটিটিউনাল রাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) স্বীকৃত ইউনিভার্সিটি থেকে IIT, IIM অথবা P.HD কোর্সের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে ?
১) আপনার বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনার জন্ম প্রমাণপত্র।
২) আধার কার্ড।
৩) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৪) IIT,IIM অথবা P.HD কোর্সের প্রথম বছরের ভর্তির রিসিপ্ট কপি।
৫) ইনকাম সার্টিফিক।
৬) রঙিন পাসপোর্ট ছবি।
অনলাইনে আবেদন করবেন কি ভাবে ?
১) প্রথমত আপনাকে SBI অফিসিয়াল ওয়েবসাইট www.sbifoundation.in এ যেতে হবে।
২) এবার হোম পেজে এসবিআই আশা স্কলারশিপ নামে লিঙ্কে ক্লিক করুন।
৩) এর পরে Apply Now অপশনে ক্লিক করুন।
৪) অনলাইনে আবেদনপত্রের পৃষ্ঠাতে একটি রেজিস্ট্রেশন আইডি ব্যবহার করে Buddy4Study নামক ওয়েবসাইটে লগইন করুন।
৫) যদি রেজিষ্টার না করে থাকেন তাহলে আপনার ইমেল/মোবাইল নম্বর/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রেজিষ্টার করুন।
৬) এবার আপনাকে আপনাকে ‘SBIF আশা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩’ আবেদন ফর্ম পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে।
৭) আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘Start Application’ অপশনে ক্লিক করুন।
৮) অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
৯) প্রয়োজনীয় ডকুমেন্ট আপডেট করুন।
১০) এবার ‘Terms and Condition’ স্বীকার করুন এবং ‘Preview’ তে ক্লিক করুন
১১) আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘Submit’ অপশনে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ :
এসবিআই আশা স্কলারশিপ (SBI Asha Scholarship) এর জন্য আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৩।