School Bus Fee Hike : আবারও বৃদ্ধি পেতে চলেছে স্কুল বাস,পুল কারের ভাড়া।
কলকাতায় বাড়তে চলছে স্কুল বাস (School Bus Fare Hike In Kolkata) সহ পুলকারের ভাড়া। এই ভাড়া ১০-১৫ শতাংশ অব্দি বৃদ্ধি পেতে চলছে। CISCE এবং CBSE স্কুল গুলির নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথেই নতুন ভাড়া চালু করা হবে বলে জানিয়েছে বাস মালিকরা। এমনিতেই পেট্রোল,ডিজেল সহ গাড়ির সরঞ্জাম ও যন্ত্রপাতির দাম বিগত কিছু সময় অনেকটাই বেড়েছে। তাই ভাড়া বৃদ্ধির মূল কারণ হিসেবে পুলকার ও বাস মালিকরা মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন। কারণ বর্তমানে যে ভাড়া নির্ধারণ করা আছে তার সাথে খরচ মিলিয়ে বাস চালানো মালিকদের পক্ষে কষ্টকর হয়ে উঠছে। দিন শেষে ইনকাম খুবই অল্প হচ্ছে ফলে পকেটে টান পরছে তাদের। এই বিষয়ের এক বাস মালিক জানিয়েছে, “আমাদের কর্মীরাও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাই তাদের কথা ভেবে আমাদের অবশ্যই তাদের ভাড়া ২০০০-২৫০০ টাকা বাড়াতে হবে।”
এই বিষয়ে স্কুল বাস মালিক সংগঠনের সম্পাদক অনুরাগ আগরওয়াল জানিয়েছেন স্কুল বাস গুলির ভাড়া ৮ থেকে ১৫ শতাংশ অব্দি বাড়ানো হবে। অন্যদিকে পুলকার মালিকরা পুলকারের ভাড়া ইতিমধ্যেই ১৫ শতাংশ অব্দি বৃদ্ধি করেছে। আর ভাড়া বাড়লে চালক,হেল্পার,মহিলা অ্যাটেনডেন্ট এবং সাথে অন্যান্য কর্মী যারা আছে তাদের মাসিক বেতন বৃদ্ধি করা হবে।
(Mental Health Of Students : মানসিক অবসাদ রোধে নির্দেশিকা জারি শিক্ষা মন্ত্রকের)
এই ভাড়া বৃদ্ধি নিয়ে ভিন্ন স্কুলের প্রধানদের মুখে ভিন্ন মতামত দিতে দেখা গেছে। সাউথ পয়েন্ট স্কুলের মুখপাত্র কৃষ্ণ দামানি ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেছেন বাস ও পুলকারের ভাড়া প্রত্যেক বছরই বাড়ানো হয়। যেখানে গত বছর স্কুল বাসের ভাড়া ছিল ২০০০ টাকা সেখানে এবছর সেটি বাড়িয়ে ২৩০০ টাকা করা হয়েছে।
হেরিটেজ স্কুলের অধ্যক্ষ সীমা সাপ্রু জানান গত বছরের তুলনায় এই বছর ভাড়া অল্প বেড়েছে কারন প্রত্যেক জিনিসের দাম বাড়ছে। এদিকে চালক,কন্ডাক্টর ও হেল্পারদের বেতন দিতে হয়। এই কথা মাথায় রেখেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
এই বিষয়ে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অরূপম দত্ত জানান স্কুল বাসের ভাড়া কতটা বাড়ানো হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।
তবে অনেক অভিভাবক এই ভাড়া বৃদ্ধির বিরোধিতা করে বলছেন প্রতি বছর এভাবে ভাড়া বাড়ানো যাবে না। শুধু তাই নয় দরকার হলে প্রতিবাদে নামার হুশিয়ারিও দিয়েছেন তারা। তাদের দাবি সকলের কথা ভাবতে হবে। বাস মালিকরা নিজের ইচ্ছা মতো ভাড়া বৃদ্ধি করতে পারে না। এই বিষয়ে তারা সরকার হস্তক্ষেপ চেয়েছেন।