Swasthya Sathi Card : এবার থেকে মিলবে ৫ গুন বেশি টাকা,ধরা পরবে দুর্নীতি।

0
swasthya sathi

রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে চালু করা হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi scheme),কিন্তূ প্রকল্প চালুর কিছু দিনের মধ্যে দেখা যায় প্রকল্পের সুবিধার পাশাপাশি দানা বাঁধছে দুর্নীতি। প্রায়সই অভিযোগ ওঠে রোগীর থেকে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কেটে নিলেও পরিষেবা দেয়নি নার্সিংহোমগুলি। এর জন্য প্রকাশ্যে রাজ্যের নার্সিংহোম গুলিকে বারংবার সতর্ক করতে দেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে,নোটিশ পাঠিয়ে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই প্রকল্প থেকে জনগণ যাতে করে আরও লাভ পায় সেই উদ্দেশে স্বাস্থ্য সাথী প্রকল্পে নতুন কয়েকটি সুবিধার (Swasthya Sathi Rules) কথা চালু করল রাজ্য সরকার।

এক ধাক্কায় সুবিধা বাড়লো ৫ গুন :

এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ডে রোগীর পরীক্ষা নিরীক্ষা বাবদ খরচের ২৫ হাজার টাকা পর্যন্ত বহন করবে রাজ্য সরকার,এতদিন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা বাবদ খরচ বহনের অঙ্ক ছিল ৫ হাজার টাকা। তবে রাজ্যের সকল ল্যাব থেকে এই সুবিধা মিলবে না,কেবলমাত্র রাজ্যের ত্রিশটি NABH (National Accreditation For Hospitals) স্বীকৃত ল্যাবগুলি থেকে মিলবে এই সুবিধা।

সহজ হবে হাড় ও হার্ট অপারেশন :

বর্তমান চিকিৎসা ব্যবস্থায় সরকারি হাসপাতাল গুলিতে রোগীদের হাড়ের অপারেশনের জন্য পিন,স্ক্রু,প্লেট নেল,স্টেন্ট ও হৃদযন্ত্রের চিকিৎসার পেসমেকার হাসপাতালে মজুত না থাকলে ব্যাহত হত রোগীর চিকিৎসা অথবা রোগীর পরিবারকে নিজস্ব টাকায় কিনতে হত। স্বাস্থ্য সাথীর নয়া নিয়মে এখন থেকে সরকারি টাকায় হাড় ও হার্টের চিকিৎসার সরঞ্জামগুলি বাজারের দোকান থেকে কিনে ব্যবহার করতে পারবে হাসপাতালগুলি। এর ফলে অপারেশনের সময় ও রোগীর টাকা দুই বাঁচবে।

(আরও পড়ুন : জেনে নিন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার শেষ তারিখ;না হলে বাতিল হবে কার্ড)

কারচুপি বন্ধে কড়া পদক্ষেপ :

বর্তমানে স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করে রাজ্য সরকার। অনেক সময় দেখা গেছে রোগীর সম্পূর্ণ চিকিৎসা না করেই স্বাস্থ্য সাথী বীমার পুরো টাকা ক্লেম করে নেয় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি। এই কারচুপি রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এখন থেকে স্বাস্থ্য সাথীর টাকা নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি রোগীর উপযুক্ত চিকিৎসা করেছে কিনা তা ক্ষতিয়ে দেখবে অডিট টিম,সারা রাজ্যের ২০০ জন চিকিৎসককে নিয়ে একটি রাজ্য স্তরের ও একটি জেলা স্তরের অডিট টিম তৈরী করা হবে। এই অডিট টিম বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির রোগীর স্বাস্থ্য সাথী খাতের খরচের হিসাব মিলিয়ে দেখবেন তার মধ্যে কোন কারচুপি আছে কিনা। যদি কোন কারচুপি না পাওয়া যায় তবে অডিটের সাতদিনের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে প্রাপ্য টাকা,কারচুপি প্রমাণিত হলে সেই টাকা ফেরত দিতে হবে স্বাস্থ্য সাথীর নোডাল এজেন্সিকে। একই হাসপাতালের বিরুদ্ধে একের অধিকবার কারচুপির অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে,এমনকি বাতিল করা হতে পারে লাইসেন্স। বিগত ১৮ মাসে স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতির অভিযোগে রাজ্যের ৫৩ টি হাসপাতালকে ১০ কোটি ৯০ লক্ষ টাকা জরিমানা করে রাজ্য সরকার,নয়া নিয়ম কতটা কার্যকরী হয় সেটাই দেখার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *