Rastashree : ১১হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরী করবে রাজ্য সরকার,এই মাসেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

0
rastashree project

২০২৩-২০২৪ অর্থবর্ষে রাজ্যে বাজেটে রাজ্যের গ্রামীণ এলাকায় নতুন রাস্তা তৈরী,পুরোনো রাস্তার মেরামত,গ্রামীণ এলাকার ছোট রাস্তাগুলোকে বড়ো রাস্তার সঙ্গে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য ঘোষণা হয় রাস্তাশ্রী প্রকল্পের।রাস্তাশ্রী প্রকল্পে (Rastashree Scheme) সারা রাজ্যজুড়ে গ্রামীণ এলাকায় ১১হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরী হবে বলে রাজ্য বাজেট পেশের সময় জানান রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করা হয় সরকারের তরফ থেকে। জানা গেছে চলতি মার্চ মাসের তৃতীয় সপ্তাহ (সম্ভাব্য তারিখ ১৫ মার্চ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন করা হতে পারে রাস্তাশ্রী প্রকল্পের।

সামনের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে সরকার তাড়াতাড়ি রাস্তাশ্রী প্রকল্পের আওতায় পঞ্চায়েত এলাকাগুলোতে রাস্তা ঘাট উন্নয়নের কাজ শুরু করে দিতে চায় বলে মনে করা হচ্ছে। কারণ হিসাবে বলা হচ্ছে ‘দিদির দূত’ হয়ে গ্রামে গ্রামে ঘোরার সময় শাসকদলের নেতা মন্ত্রীদের সবচেয়ে বেশী অভিযোগ শুনতে হয় বেহাল রাস্তাঘাটের ব্যাপারে। এমনকি অনেক এলাকায় বেহাল রাস্তা সংস্কার না করলে ভোট বয়কট করা হবে বলেও হুমকি দিয়ে রেখেছে সংশ্লিষ্ট এলাকার বিক্ষুব্ধ জনগন।

(আরও পড়ুন : কোন রেশন কার্ডে কত করে রেশন দ্রব্য ? খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হল নতুন লিস্ট)

পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে ১৩ ই মার্চ। তারপরেই ১৫ মার্চ মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরেই সেরে ফেলতে চাই এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব থাকা রাজ্য পূর্ত দপ্তর,যা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ত দপ্তর। কিছুদিন আগে রাজ্যের সকল জেলাশাসকদের নিয়ে এক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে রাজ্যের সব জেলাশাসকদের পঞ্চায়েত এলাকা গুলোতে রাস্তাঘাট মেরামতের কাজ সামনের দুই-তিন মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দেন তিনি। জানা

যাচ্ছে রাস্তাশ্রী প্রকল্পের পুরো খরচ বহন করবে রাজ্যে সরকার। কারণ হিসাবে বলা হচ্ছে এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক নির্মাণ যোজনার আওতায় রাস্তা নির্মাণ নিয়ে সংঘাতে জড়াই রাজ্য ও কেন্দ্র। রাজ্যে বিজেপি নেতারা অভিযোগ জানান কেন্দ্রের বরাদ্দ টাকায় রাস্তা তৈরি করা হলেও সেখানে উল্লেখ নেয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক নির্মাণ প্রকল্পের,যা নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন তারা। বর্তমানে এমনিতেই একশো দিনের কাজ,প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিলের টাকা বরাদ্দ নিয়ে চলছে কেন্দ্র রাজ্য সংঘাত,সেই আবহে রাস্তা নির্মাণ নিয়ে নতুন করে বিতর্ক বাড়াতে চায় না রাজ্য সরকার,সেই কারণে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের টাকায় রাস্তা ঘাট সংস্কার কাজ করতে চায় রাজ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *