Summer Vacation : তীব্র দাবদাহে হঠাৎ ছুটি ঘোষণা স্কুলে, মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকমহলে।
বৈশাখের শুরুতে তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। হঠাৎ করে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্ৰী পার করেছে। বইছে লু,জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। তীব্র গরমে নাজেহাল রাজ্যের মানুষ। অত্যধিক গরম ও চলতি পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজ্য শিক্ষা দপ্তর গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য শিক্ষা দপ্তর কতৃক জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে পূর্ব নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৪ শে মে থেকে নির্ধারিত করা ছিল গরমের ছুটি কিম্তু তীব্র গরমের কারণে আগামী ২ রা মে থেকে শুরু হবে গরমের ছুটি (Summer Vacation 2023 West Bengal)। শিক্ষা দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে ২ রা মে থেকে চালু হওয়া গরমের ছুটির পর স্কুল কবে খুলবে তা নির্দেশিকা দিয়ে জানাবে শিক্ষা দপ্তর,ঘোষিত ছুটিতে পড়ুয়াদের পাশাপাশি ছুটি দেওয়া হয়েছে শিক্ষিক ও শিক্ষা কর্মীদেরও। তবে দার্জিলিং ও কালিম্পঙ জেলা দুটি পাহাড়ে অবস্থিত হওয়ায় তীব্র দাবদাহের কবলে পড়ে না। সেই কারণে আপাতকালীন ছুটির তালিকা থেকে বাদ রাখা হয়েছে এই দুই জেলাকে। এই দুই জেলায় স্কুলে স্কুলে পঠন পাঠন যেমন চলছিল তেমনই চলবে।
(Private Tuition : স্কুল শিক্ষকদের বিরুদ্ধে কোর্টে মামলা করল গৃহশিক্ষকরা)
ওই বিজ্ঞপ্তিতে শিক্ষা দপ্তর আরও জানিয়েছে স্কুল খোলার পর শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে বাড়তি ক্লাস যাতে করে আপাতকালীন পরিস্থিতিতে ঘোষিত ছুটির কারণে পড়ুয়াদের পড়াশোনায় যে ক্ষতি হচ্ছে তা যেন পুষিয়ে দেওয়া যায়।
তবে ঘোষিত এই ছুটির কারণে রাজ্যের শিক্ষকমহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন বিশ্ব উষ্ণানয়নের ফলে প্রতি বছরই এপ্রিল মাস থেকেই প্রচুর গরম পড়ে। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কোন ছুটির পরিকল্পনা করে না যার ফলে প্রতি বছর তীব্র উত্তাপের কারণে হঠাৎ করে গরমের ছুটি দিয়ে দেওয়া হয়,ফলে ব্যাহত হয় পড়ুয়াদের স্বাভাবিক পঠনপাঠন।
শিক্ষামহলের একাংশ আবার সকালে স্কুল চালু করার পক্ষে সওয়াল করছেন। তাদের অভিমত গরমের কারণে ছুটি দেওয়া হল,তারপর রাজ্য পঞ্চায়েত ভোটের কারণে বন্ধ থাকবে স্কুল গুলি। এতছুটি দিলে তারা পরবর্তীতে সিলেবাস শেষ করতে সমস্যায় পড়বেন,সকালে স্কুল চালুর ব্যবস্থা করা হলে বজায় থাকবে পঠনপাঠন। অনেকে আবার পুজোর এক মাস ছুটি কমিয়ে আনার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। যদিও রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে গরমের ছুটির একটি বিজ্ঞপ্তি ছাড়া আর কোন নির্দেশকা আপাতত দেওয়া হয়নি।