Tata Nano EV : নতুন রূপে পুনরায় ভারতের বাজারে আসছে টাটা ন্যানো।

0
tata nano ev car

টাটা ন্যানো নামটা হয়তো নব্বই দশকের মানুষের কাছেই বেশি পরিচিত। ভারতীয় শিল্পপতি রতন টাটার কোম্পানির হাত ধরে সেই সময় ভারতে বাজারে মাত্র ২ লক্ষ টাকা মূল্যের ডিজেল চালিত চারচাকা গাড়ি লঞ্চ করে টাটা। সেই গাড়িটির নাম দেওয়া হয় টাটা ন্যানো (Tata Nano)। তবে কম মূল্যের হলেও সেই সময় ভারতের বাজারে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এই টাটা ন্যানো গাড়িটি। ফলে তার কিছু বছরে পরে এই গাড়ি তৈরিও বন্ধ করে দেয় টাটা কোম্পানি।

এবার সেই গাড়িটি নতুন রূপে ভারতের বাজারে পুনরায় লঞ্চ করতে চলেছে টাটা। তবে এবারের চমক হচ্ছে ডিজেলের পরিবর্তে ইভি বা ইলেকট্রিক গাড়ি রূপে আসতে চলেছে। শুধু তাই নয় সূত্রের খবর অনুসারে ভারতীয় বাজারে সব থেকে কম মূল্যের ইলেকট্রিক গাড়ি হতে চলেছে এটি।

বর্তমান সময়ে ভারত সহ বিশ্বের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। ডিজেলের অত্যধিক দামের ফলে অনেকেই ইলেকট্রিক গাড়িকেই মান্যতা দিচ্ছেন বেশি। আবার পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি থেকে নির্গত ধোঁয়া পরিবেশের ক্ষতি ডেকে আনছে ফলে সরকারও ইলেকট্রিক গাড়ির প্রতি জোড় দিচ্ছে। এইমত অবস্থায় টাটার দ্বারা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

(Motorcycle : গরমে মেনে চলুন এই টিপস গুলি,সুরক্ষিত থাকবে আপনার মোটরসাইকেল)

এই গাড়ির ফিচার ও দামের বিষয়ে এখনও অব্দি নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি টাটা। তবে সম্প্রতি টাটা এই বিষয়ে একটি ভিডিও তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যেখানে রতন টাটাকে একটি ন্যানো গাড়ি চালাতে দেখা গেছে। এই ভিডিও প্রকাশের পরেই জল্পনা শুরু হয় বিশেষজ্ঞ মহলে। আসুন জেনেনিই এই গাড়ির সম্ভাব্য কিছু খুঁটিনাটি তথ্য।

টাটা ন্যানো ইভি ( Tata Nano EV ) দাম ও ফিচার :

সূত্রের খবর ও বিশেষজ্ঞ মহলের মত অনুসারে এই গাড়িটি ৫-৭ লক্ষ টাকা দামের মধ্যে লঞ্চ হতে চলেছে। তবে লঞ্চের দিনক্ষণ নিয়ে কোনো তথ্য সামনে আসেনি। অন্যদিকে যদি সম্ভাব্য ফিচারে কথা বলি তাহলে এতে থাকবে পাওয়ার স্টিয়ারিং,এসি,ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ,ব্লুটুথ,মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে,রিমোট লকিং সিস্টেম,অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন,ইনফোটেইনমেন্ট সিস্টেম,ব্লুটুথ,ইন্টারনেট ইত্যাদি।

ভারতের বাজারে এর দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। এই গাড়িতে ৭২ ওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে যা এক চার্জে প্রায় ২০০ কিলোমিটার অব্দি মাইলেজ দিতে সক্ষম। এই গাড়িতে সিট সংখ্যা থাকবে ৪টি এবং ওজন ৮০০-৯০০ কেজির মতো। এগুলো ছাড়াও থাকবে আরও অন্যান্য ফিচার যা কোম্পানির দ্বারা খোলাসার পরেই জানতে পারবেন। বিশেষজ্ঞ মহলের মতে টাটা ন্যানোর এই পুনরায় প্রত্যাবর্তন কোম্পানিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *