Meta Verified India : ব্লুটিক চালু করলো মেটা,কত খরচ? জানুন।

0
meta verified

টুইটারের মতো ফেসবুক ও ইনস্টাগ্রামেও চালু হলো সাবস্ক্রিপশন পদ্ধতি। বিগত সোমবার ভারতীয় গ্রাহকদের জন্য মাসিক মেটা সাবস্ক্রিপশন চালু করার কথা ঘোষণা করা হয় মেটা (Meta) সংস্থার তরফ থেকে। তবে ভারতে চালু হওয়ার আগে ফেব্রুয়ারি,২০২২ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে প্রথম এই সাবস্ক্রিপশন পদ্ধতি চালু করা হয়। তার পরে ধীরে ধীরে আমেরিকা ও ভারতেও চালু করা হয় এই পরিষেবা।

বর্তমানে পুরোপুরি ভাবে এই পরিষেবা চালু করা হয়নি। এখন বেটা টেস্টিং চলছে। তবে মেটা একটি ওয়েটলিস্ট চালু করেছে যেখানে আপনি আপনার যে কোনো সরকারি প্রমাণপত্র যেখানে নাম,বয়স ও ছবি দেওয়া আছে এবং যা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করে এমন প্রমাণ দিয়ে অগ্রিম সাবস্ক্রিপশনের জন্য আবেদন করতে পারবেন।

কি এই মেটা ভেরিফায়েড (Meta Verified) পরিষেবা ?

এটি টুইটারের মত একটি সাবস্ক্রিপশন পদ্ধতি যার মাধ্যমে আপনি কোম্পানিকে কিছু টাকা দিয়ে পাবেন বাড়তি সুবিধা, ভেরিফাই স্ট্যাটাস ও ব্লু টিক।

কতো টাকা দিতে হবে মেটা পরিষেবা পাওয়ার জন্য ?

আপাতত ভারতীয়দের ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লুটিক পাওয়ার জন্য মাসে ১৪৫০ টাকা এবং যারা ওয়েবসাইট থেকে ব্যবহার করেন তাদের জন্য ১০৯৯ টাকা দিতে হবে।

(EV Charging Stations : ৮০০ কোটি টাকায় সাত হাজারের বেশি সুপার ফাস্ট ইভি চার্জিং স্টেশন বসাতে চলেছে সরকার)

মেটা ভেরিফাই ব্যবহারে শর্তগুলি কি কি ?

১) প্রথমত আপনাকে ১৮ বছর বা তার উর্ধে হতে হবে তবেই আপনি এই সাবস্ক্রিপশন পাবেন। ( ভবিষ্যতে ১৮ বছরে নিচে যারা আছে তাদের জন্যও এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে মেটা)

২) আপনাকে অবশ্যই প্রমাণ স্বরূপ সরকারি মেটা সংস্থাকে দেখাতে হবে।

৩) আপাতত ব্যাবসায়িক ক্ষেত্রে সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন না । তবে পরবর্তীতে এটিও চালু করা হবে।

মেটা ভেরিফাই পরিষেবার সুবিধা গুলি কি কি ?

১) এর মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মের আপনার একটা আলাদা পরিচয় তৈরি হবে।

২) আপনাকে দেওয়া হবে একটি ব্লু টিক যার ফলে অন্যদের থেকে আপনার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে।

৩) মেটা সাবস্ক্রিপশন (Meta Subscription) নিলে পাবেন অতিরিক্ত সুরক্ষা।

৪) পাবেন আরও বেশি বেশি কাস্টমার ও গ্রাহক সাপোর্ট।

৫) আপনি নিজ থেকেই অ্যাকাউন্টের এনগেজমেন্ট বাড়াতে পারবেন।

৬) সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন তাহলে আপনার বানানো কনটেন্ট সার্চ রেজাল্ট,ফিড ও কমেন্টে বাড়তি অন্যদের তুলনায় রিচ পাবে।

৭) এছাড়াও মেটা ভেরিফাইডের জন্য সাইন আপ ব্যবহারকারীরা প্রতি মাসে স্টিকার অ্যাক্সেস এবং একশোটি ফ্রি স্টার পাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *