Air Conditioner Buying Guide 2023 : এসি কেনার আগে কোন বিষয়গুলি মাথায় রাখলে ঠকবেন না,জেনে নিন।
রাজ্য জুড়ে চলছে প্রবল তাপপ্রবাহ। গরমে হিমশিম খাচ্ছে মানুষ। সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্রির উর্ধে চলে গেছে। আবহাওয়া দপ্তর আগামী কিছু দিনের জন্য প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতেও এই সতর্কতা জারি করা হয়েছে। এইবারের গরম বিগত ১০ বছরের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। অনেকেই এই প্রবল গরমের ফলে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলেছেন,যতটা সম্ভব বাড়ির বাইরে না যেতে। কিন্তু কি করবেন এই গরমে যে ঘরে ভিতরেও থাকা অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে।
এমত অবস্থায় অনেকেই এসি (Air Conditioner) বা শীততাপ নিয়ন্ত্রক মেশিন কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন। তবে তার আগে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে।
(Heat In West Bengal : নাজেহাল মানুষ,কবে নামবে স্বস্তির বৃষ্টি ? জানাল হাওয়া অফিস)
আগে মূল্য নির্ধারণ করুন :
এখনকার বাজার অনেক নামী দামী এসি কোম্পানি আছে যেমন এলজি,স্যামসাং,ব্লুস্টার,ভলটাস,হিটাচি,প্যানাসনিক ইত্যাদি। এই সমস্ত কোম্পানির এসি গুলির দামও আলাদা আলাদা থাকে। আগে আপনি কত দামের মধ্যে কিনতে চাইছেন সেটা আগে ঠিক করে ফেলুন। তাহলে আপনার নির্ধারিত দামের মধ্যে এসি কিনতে সুবিধা হবে।
ঘরের মাপ অনুযায়ী এসি কিনুন :
যে ঘরে আপনি এসি লাগাতে চাইছেন সেই ঘরটিকে একবার মেপে নিন। কারণ ঘরটি যদি ৫০-১০০ স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে ১ টনের এসি নিলেই যথেষ্ট আর যদি মাপ ১০০-১৫০ স্কোয়ার ফিট বা তার বেশি হয় তাহলে ১ টনের বেশি এসি নিলেই ভালো হয়।
এসি সম্বন্ধে জানুন :
কোনো জিনিস কেনার আগে সেই জিনিস সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া ভালো তাহলে সঠিক জিনিসটি কিনতে পারবেন,কিনে ঠকবেন না। তেমনই আপনার যদি এসি সম্বন্ধে ধারণা না থাকে বা কম থাকে তাহলে সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন গুগল,ইউটিউব থেকে এসি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।
ঘর অনুযায়ী এসি লাগান :
আপনার যদি এক তলা বাড়ি থাকে তাহলে সেই বাড়ির সব থেকে উষ্ণ ঘরে এসি লাগান আর যদি একের অধিক তলা যুক্ত বাড়ি থেকে থাকে তাহলে নিচের তলা অপেক্ষায় উপর তআআ বেশি উষ্ণ হয় তাই উপরেই এসি লাগানো যথাযোগ্য বলে মনে করেন অনেকেই।
কপার কয়েল এসি কিনুন :
এই এসির বিল অনেকটাই কম আসে। তাই আপনি কপার কয়েল যুক্ত এসি কিনতে পারেন। এই এসির মেনটেনেন্স খরচও কম।