Toll Tax Hike : এপ্রিল থেকে বাড়বে টোল ট্যাক্সের খরচা,কত বাড়বে জেনে নিন।
জনসংখ্যার সাথে সাথে যানবাহনের ব্যবহারও হুহু করে বাড়ছে ভারতে। রোজ লক্ষাধিক ছোট বড়ো গাড়ি চলাচল করে ভারতের সড়কপথ গুলিতে। এবার সড়কপথে চলাচলের খরচা আরও বাড়তে চলেছে ভারতীয় নাগরিকদের জন্য। সামনে এপ্রিল মাসের ১ তারিখ থেকে ন্যাশনাল হাইওয়ে ও এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্সের মূল্য (Toll Tax Price Hike) বাড়তে চলেছে। রিপোর্ট অনুসারে এই মূল্যবৃদ্ধি ৫% থেকে ১০% হারে বাড়বে। প্রতি বছরই এপ্রিল মাসের শুরুতে টোল ট্যাক্সের মূল্য পুনরায় সংশোধন করা হয়। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। এই নির্দেশিকায় বলা হয়েছে ছোট যানবাহন গুলির ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়বে ৫% আর বড় গাড়ির ক্ষেত্রে ১০% অব্দি ট্যাক্স বাড়ানো হতে পারে।
তবে এই টোল ট্যাক্স রেট বৃদ্ধি প্রথমে শুরুর হবে নতুন চালু হওয়া দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে থেকে। বর্তমানে এই রুটে চলাচলরত যানবাহন গুলিকে প্রতি কিলোমিটারে ২.১৯ টাকা ট্যাক্স দিতে হয়। আর টোল প্লাজাতে যারা মাসিক পাস ব্যবহার করেন সেই মাসিক পাশের ক্ষেত্রেও ১০% মূল্য বৃদ্ধি করতে চলেছে সরকার। গড়ে ২০-২৫ হাজার গাড়ি রোজ যাতায়াত করে এক্সপ্রেসওয়েতে। এই পরিসংখ্যান পরবর্তীতে দ্বিগুণ হবে বলে মনে করছে সরকার।
(প্লেট না লাগালে অচল বাইক;অ্যাপ বাইক নিয়ে বড়ো সিদ্ধান্ত নিলো পরিবহন দপ্তর)
এর আগে সরকারে তরফ থেকে টোল প্লাজা তুলে দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছিল। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এক সংবাদ সম্মেলনে জানান,কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক টোল প্লাজা তুলে দিয়ে তার বদলে অটোমেটিক নাম্বার প্লেট রিডার (ANPR) ক্যামেরা বসানোর পরিকল্পনা করছে। এর ফলে যানবাহনের ট্যাক্স আদায় নিখুঁত হবে এবং টোল সংক্রান্ত সমস্যা থেকে নাগরিকরা মুক্তি পাবে।
প্রতি বছর টোল ট্যাক্স থেকে বিপুল অর্থ সরকারি খাতে জমা হয়,এই টাকা সরকার সড়ক পথ নির্মাণ ও উন্নতি ব্যবস্থার কাজে ব্যয় করে। টোল ট্যাক্সের মূল্যবৃদ্ধির পিছনে কারণ হিসেবে নাগরিকদের আরও উন্নত পরিষেবা এবং সরকারি রাজস্ব বৃদ্ধিকেই জানিয়েছে সরকার। এই বিষয়ে সাধারন মানুষের কি প্রতিক্রিয়া হবে সেটাই দেখার।