SIM Card Rules: দু বছর নম্বর ব্লক,সিম কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো ট্রাই।
TRAI বা টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া দেশে সিম কার্ড ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশিকায় জারি করলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক রিপোর্ট অনুসারে ভারতে ১.২ বিলিয়ন মানুষ সাধারণ ফোন ব্যবহার করেন এবং ৬০০ মিলিয়ন মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। শুধু তাই নয় বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম ফোন প্রস্তুতকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
ফোন যেহেতু ব্যবহার হয় তাই সিম কার্ডের (SIM Card) সংখ্যাও সেই অনুপাতে থাকবে। আগে মানুষ একটা ফোনের জন্য শুধু মাত্র একটাই সিম ব্যবহার করতে পারতো কিন্তু এখন প্রত্যেক ফোনে দুটো করে সিম চালানোর ব্যবস্থা করা আছে আর বর্তমানে আপনি একাধিক সিম রাখতে পারবেন নিজের কাছে। অনেকেই একাধিক সিম ব্যবহার করেও থাকেন বিভিন্ন প্রয়োজনে।
(4g Network In Moon : চলতি বছরে চাঁদে ইন্টারনেট ৪জি লঞ্চ করতে চলেছে নোকিয়া ? জানুন সেই খবর)
এই সবের মাঝে সরকার ও দেশের মানুষকে কিছু সমস্যারও সম্মুখীন হতে হয়। কিছু জন এই সিম কার্ডের মাধ্যমে দেশে অসাধু কাজ করে চলেছে। অনলাইনে টাকা আত্মসাৎ, ব্ল্যাক মেইল, স্প্যাম কলের মতো একাধিক ঘটনা সামনে আসছে।
এই বিষয়টি নিয়ে কেন্দ্র সরকার ও TRAI উভয় পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি TRAI এর তরফ থেকে দেশের জনগণের কথা মাথায় রেখে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বিগত মাসে দেশে সমস্ত নামী টেলিকম সংস্থা গুলির সাথে একটি গুরুত্বপূর্ন বৈঠকে বসে TRAI। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোনো ব্যাক্তি যদি তার নিজস্ব সিম কার্ড প্রতারণা মূলক কাজে ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার সেই নম্বরটি দুই বছরের জন্য ব্লক করা হবে এবং পরবর্তী সময়ে ওই ব্যাক্তি আর নতুন সিম কার্ডও ব্যবহার করতে পারবে না। সিম প্রতারণার বিষয়টি কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছে ট্রাই (TRAI )।