আর করতে হবে না অপেক্ষা ! ২৪ ঘন্টার মধ্যেই হাতে পাবেন ড্রাইভিং লাইসেন্স।
এবার থেকে আর রাজ্যবাসীকে লাইসেন্সের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। নতুন নিয়মে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই লাইন্সেস পেয়ে যাবেন আপনি। হ্যাঁ!এমনই এক দারুন পদ্ধতির ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেছেন – ‘সাধারণ মানুষের সুবিধায় প্রথমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চালু করা হল। আর এবার আমরা ২৪ ঘণ্টায় লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু করছি। শুধু সঠিক প্রক্রিয়ায় আবেদন করে একদিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে লাইসেন্স। তা পেতে বারবার মানুষকে আরটিও অফিসে ঘুরতে হবে না।’
গত মঙ্গলার এই ঘোষণা করা হয় রাজ্য পরিবহনের তরফ থেকে। বর্তমানে লাইসেন্স পেতে গেলে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেকেই দালালদের পাল্লায় পড়ে যায়।। ফলে খরচ হয় অতিরিক্ত টাকা এবং নির্দিষ্ট সময়ের থেকে অনেক পরে লাইসেন্স হাতে আসে। আবার অনেকই আছে যারা টাকা নিয়েও কাজ করতে চায় না। আবার অনেকেই আগে লাইসেন্সের জন্য আবেদন করলেও সেই লাইসেন্স হাতে আসছে অনেক পরে। কিন্তু মাঝে দেরিতে আবেদন করা ব্যাক্তি তার আগেই লাইসেন্স পেয়ে যাচ্ছেন বলে অনেকেই অভিযোগ করেছে। এই ধরনের অভিযোগ প্রায় আসে সাধারণ মানুষের কাছে থেকে। এই দুর্নীতির ফলে অনেকেই ক্ষিপ্ত হয়েছেন এবং বার বার অভিযোগ এসেছে।
(আরও পড়ুন : PM kisan Yojana : টাকা বেড়ে হতে পারে ৮ হাজার,কৃষকদের মধ্যে খুশির হাওয়া)
এই সব দুর্নীতি বন্ধ করার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই নিয়ম বর্তমানে রাজ্যে পুরোপুরি ভাবে এখন চালু হয়নি। শুধু মাত্র কলকাতায় চালু করা হয়েছে। পরবর্তীতে রাজ্যের প্রত্যেক জায়গায় এই ব্যবস্থা চালু করা হবে বলে তিনি জানান। এর সুবিধা হিসেবে তিনি বলেন এটি যেহেতু সম্পূর্ণ অনলাইন পদ্ধতি হবে যার ফলে মাঝে কোনো দালাল নিজের দালালী করতে পারবে না। যে ব্যক্তি আবেদন করেছে তিনি নিজেই সব করতে পারবেন সহজ পদ্ধতিতে। শুধুমাত্র দুই চাকা নয়,চারচাকা,বাস,লরি সব যান বাহনের ক্ষেত্রেই একই নিয়ম চালু করা হবে। সকলকে একই পদ্ধতি ও নিয়ম মেনে চলতে হবে লাইসেন্সর জন্য আবেদন করার ক্ষেত্রে।
২৪ ঘন্টার মধ্যে লাইসেন্স পেতে গেলে কি করতে হবে ?
- আবেদনকারীকে প্রথমে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে রাজ্য সরকারের পোর্টাল থেকে আবেদন করতে হবে।
- আপনাকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে একটি দিন বলে দেওয়া হবে সেই দিনে আপনি RTO অফিসে গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন।
- সঠিক ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনার মোবাইলে একটি লিংক পাঠিয়ে দেওয়া হবে।
- ওই লিংক থেকে আপনি লাইসেন্স কপি বের করতে পারবেন।
- তার কিছু দিন পরেই কুরিয়ারের মাধ্যমে লাইসেন্সের কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে যাবে।
- শুধু তাই নয় লাইসেন্স বৈধতা শেষ হওয়া আগেও আপনাকে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।