কলকাতায় নতুন করে ছুটবে ট্রাম,আশ্বাস দিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

kolkata tram route

ট্রাম কলকাতা শহরের এক ঐতিহ্যময় পরিবহন ব্যবস্থা। যা বহু যুগ ধরে চলে আসছে। সামনের বছরই এটি ১৫০তম বছরে পা দেবে। এই ট্রামের চাকা প্রথম গড়ায় ১৮৭৩ সালে। প্রথমে চলতো ঘোড়ার দ্বারা। প্রায় ১০০০ টি ঘোড়া নিয়োগ ছিলো এই কাজে। সামনে ঘোড়াকে বেঁধে দেওয়া হতো সেই ঘোড়াই টেনে নিয়ে যেত। কিছু সময় ঘোড়ার মাধ্যমে চলার পরে ১৯০২ সালে ঘোড়া সরিয়ে বিদ্যুতের ব্যবহার করা হয় যা আজও চলছে। ট্রাম শুধু মাত্র কলকাতা বাসীদের কাছে নয় বিদেশি পর্যটকদের কাছেও এটি আকর্ষণীয় ও জনপ্রিয়। কিন্তু বর্তমানে এই ট্রাম ব্যবস্থার হাল বেহাল। বেশির ভাগ রুটের ট্রাম পরিষেবা বন্ধ। অল্প কিছু ট্রাম কলকাতার রাস্তায় চলতে দেখা যায়।

ট্রাম ব্যবস্থা বন্ধ হওয়ার কারণ :

কলকাতা শহরে ট্রাম ব্যবস্থা হারিয়ে যেতে বসেছে। বর্তমানে কলকাতায় শুধু মাত্র দুটি রুটে ট্রাম চলাচল করে। এই অবস্থার পিছনে কিছু কারণও আছে –

১) শহরে অতিরিক্ত যানবাহন যেমন বাস,ট্যাক্সি ,মোটরসাইকেল,নিজস্ব চারচাকা গাড়ি ইত্যাদি বেড়ে যাওয়ার কারণে ট্রাম চাপার লোক নেই বললেই চলে।

২) কলকাতা শহরে উন্নত রাস্তা, ফ্লাইওভার ব্রিজ বানানোর কারণে অনেক রুটে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

৩) মেট্রো ব্যবস্থা চালু হওয়ার পরে মানুষ ট্রামের থেকে মেট্রোকেই বেছে নিচ্ছেন।

৪) ট্রাম লাইন যেহেতু মাটিতে বিছিয়ে থাকে তাই লাইনের কারণের অনেক দুর্ঘটনা ঘটেছে। এটিও একটি কারণ হতে পারে।

৫) শহরের নির্দিষ্ট রুটে ট্রাম চলার কারণে অনেকেই ট্রাম পরিষেবা থেকে বঞ্চিত হয়ে থাকেন।

(আরও পড়ুন : WB ICDS Supervisor Result : প্রকাশিত হল ২০১৯ সালের রেজাল্ট;কত জন সুযোগ পেল ? কাট অফ মার্কস কত হল ?)

রাজ্য সরকারের কি ব্যবস্থা করলো এই বিষয়ে জানুন :

ট্রাম ব্যবস্থার ঐতিহ্য রক্ষায় রাজ্য সরকার বিশেষ কিছু পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বর্তমানে দুটি রুটে ট্রাম চললেও কিছু দিন পরেই আরও ৫-৬ টি রুটে এই পরিষেবা আবারও চালু করা হবে জানানো হয়েছে পরিবহন দপ্তর থেকে।

মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন ‘ট্রাম আমাদের কলকাতার ঐতিহ্য। আগামী বছর আমরা এর যাত্রাকালের ১৫০ তম বছর উদযাপন করতে চলেছি। তাই আমাদের পরিকল্পনার মধ্যে অনেক কিছুই রয়েছে। আপাতত ঠিক হয়েছে ধর্মতলা থেকে খিদিরপুর অব্দি ট্রাম লাইন সারানো হবে। অর্থ বরাদ্দ হয়েছে। আশা করি শীঘ্রই ট্রামের চাকা গড়াবে।’

তিনি আরও বলেন যে ‘কলকাতার সঙ্গে ট্রামের ইতিহাস জড়িত আছে। সেই কথা বিবেচনা করেই আমরা ঠিক করেছি কলকাতার ৫-৬ টি রুটে ট্রাম পরিষেবা সচল রাখবো। অনেক রাস্তা সরু হয়ে আছে,পক্ষান্তরে বেড়েছে গাড়িঘোড়া তাই যেখানে সেখানে ট্রাম চালানোর মত পরিস্থিতি নেই। সেই রাস্তায় থাকা ট্রাম লাইন পিচ দিয়ে ঢেকে দেয়া হবে। বাকি রাস্তা গুলিতে ট্রাম চালানো হবে।

এদিকে কলকাতা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের সদস্যরা এই সিদ্ধান্তে খুশি হলেও,তাদের দাবী প্রত্যেক রুটেই ট্রাম্প পরিষেবা পুনরায় চালু করতে হবে এবং এই বিষয়ে তারা রাজ্য সরকার কে যথাসাধ্য সহযোগিতা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *