Earn While Learn Scheme : অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের আর্থিকভাবে স্বচ্ছল করতে নয়া স্কিম আনল ইউজিসি।

0
Earn While Learn Scheme

অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়ারা একদিকে পড়াশোনা করেন অন্যদিকে নিজের খরচ চালানো,পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উপার্জন করতে চান। বর্তমানে অনেক স্বছল পরিবারের পড়ুয়ারাও পড়াশোনার পাশাপাশি বাড়তি টাকা উপার্জনের দিকে ঝুঁকছেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের কথা ভেবে পড়াশোনা চালাতে চালাতে টাকা উপার্জনের জন্য নতুন প্রকল্পের সূচনা করল ইউনিভারসিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি (UGC)।

উচ্চ শিক্ষার পড়াশোনা চালিয়ে যেতে যেতে পড়ুয়াদের সাবলম্বী করার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আর্ন হোয়াইল লার্ন। ( Earn While Learn) এই প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়ারা পড়াশোনা করার পাশাপাশি আয় করতে পারবে। আর্ন হোয়াইল লার্ন স্কিমের আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়ারা পড়াশোনা চালানোর পাশাপাশি করতে পারবেন পার্টটাইম কাজ। এই স্কিমের আওতায় পার্টটাইম কাজের মধ্যে রয়েছে ডেটা এন্ট্রি,কম্পিউটার সার্ভিস,ল্যাব আসিস্ট্যান্ট,লাইব্রেরি আসাইনমেন্ট কাজ ছাড়াও কোন রিসার্চ প্রজেক্টে সহকারী হিসাবে কাজ মিলবে। ইউজিসি মনে করছে নয়া এই স্কিমের আওতায় পড়ুয়ারা পরবর্তীতে কর্মজীবনে প্রবেশের আগেই নিজেদেরকে আরও যোগ্য করে তুলতে পারবেন যাতে করে তাদের আগামীর পথ আরও মসৃণ হয়। প্র্যাকটিক্যাল জ্ঞানের পাশাপাশি মিলবে টেকনিক্যাল জ্ঞানও।

(Lakhir Bhandar News : লক্ষীর ভান্ডার প্রকল্পে বড় আপডেট,না মানলে পাবেন না টাকা)

এই প্রকল্পের আওতায় পার্ট-টাইম কাজের পারিশ্রমিক ঘন্টার ভিত্তিতে মিলবে। পড়ুয়ারা নিজেদের পড়াশোনার পর সময় বাঁচিয়ে পার্ট-টাইম কাজ গুলি করতে পারবে। প্রতি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করা যাবে এবং প্রতি মাসে ২০ দিন কাজ করা যাবে,যার বদলে মিলবে পারিশ্রমিক। তবে এই প্রকল্পটির বর্তমানে কেবল খসড়া প্রস্তুত করা হয়েছে। জাতীয় শিক্ষানীতির সমস্ত নিয়ম কানুন মেনে এই নয়া প্রকল্পটি কিভাবে চালু করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে ইউজিসি।

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য চালু হবে বিশেষ ব্রিজকোর্স বলেও জানিয়েছে ইউজিসি। জানা যাচ্ছে ইউজিসি এই প্রকল্প চালু করার ব্যাপারে সাধারণ মানুষেরও মতামত নেবে। প্রকল্প শেষে দেওয়া হবে সার্টিফিকেট যা পরবর্তীতে পড়ুয়াদের কাজে দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *