বন্ধ হবে ১০ বছরের আধার কার্ড ? চালু রাখতে তাড়াতাড়ি করে ফেলুন এই কাজটি।
আধার কার্ডের গুরুত্ব কতখানি তা আমরা সকলেই জানি। এটি বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য প্রধান পরিচয়পত্র হিসাবে ধরা হয়। এখন প্রায় ৯০% সরকারি কাজে আধার কার্ড প্রয়োজন হয়। তাই আধার কার্ডের বিষয়ে আরও কড়া হচ্ছে ভারত সরকার। কিছু দিন আগেই নতুন একটি নির্দেশিকা জারি করেছে করেছে UIDIA (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া)। এই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত নাগরিকদের ১০ বছরের পুরোনো আধার কার্ড আছে অথচ এতদিন অব্দি কোনো আপডেট করেনি তারা আধার কার্ড নিয়ে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। সুতরাং এই বিষয়টির দিকে দেশের নাগরিকদের খেয়াল রাখতে নির্দেশ দিয়েছে সরকার এবং যতো দ্রুত সম্ভব আধার আপডেট করতে বলা হয়েছে।
আধার কার্ডের নিরাপত্তার বিষয়ে আরও জোর দিচ্ছে সরকার। কারণ কিছু বছর যাবৎ আধার নিয়ে জালিয়াতির খবর প্রায় সামনে আসছিল। এই নিয়ে সরকারের কাছে দেশে বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ আসছিল। তাই নিরাপত্তা আরও জোরদার করতে UIDIA আধার কার্ডের জন্য নতুন আপডেট ও ফিচার নিয়ে আসছে ।
(আরও পড়ুন : জেনে নিন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার শেষ তারিখ;না হলে বাতিল হবে কার্ড)
এখন আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করতে আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে আর নয়তো আপনি অনলাইনে ঘরে বসে কম্পিউটার,স্মার্টফোনের মাধ্যমেও করতে পারবেন। তবে বলে রাখি ঘরে বসে আপনি কেবলমাত্র আপনার আধার কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন কিন্তু নাম,অ্যাড্রেস,মোবাইল নম্বর,ইমেইল ও বায়ো মেট্রিক আপডেটের জন্য আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে।
আধার কার্ড ঠিকানা আপডেট পদ্ধতি :
১) আধার ওফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ যান।
২) ‘আপডেট অ্যাড্রেস অনলাইন’ লেখায় ক্লিক করুন।
৩) আপনার আধার নম্বর লিখুন।
৪) এবার ক্যাপচা কোড লিখলেই আপনার ফোন নম্বরে একটি ওটিপি যাবে সেটিকে ভেরিফাই করুন।
৫) এর পরে অ্যাড্রেস বিকল্পে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করুন।
৬) এবার আপনার সম্পূর্ন অ্যাড্রেসটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
৭) এবার কনফার্ম বাটনে ক্লিক করুন।
৮) আপনার সাপোর্টিং ডকুমেন্টের একটি রঙিন স্ক্যান করা কপি অ্যাটাচ করুন এবং সাবমিটে ক্লিক করুন।
৯) এবার ‘ইয়েস’ বাটন টিপুন।
১০) এর পরে ‘বিপিও’ সিলেক্ট করে সাবমিটে ক্লিক করুন। তাহলেই আপনার আপডেট রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে।