Demographic Update In Aadhaar Card : ঘরে বসে বিনামূল্যে আপডেট করুন আধার কার্ড।

free demographic update in aadhaar card

আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য যে কতটা গুরুত্ত্বপূর্ণ সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। তাই আধার কার্ডের বিষয়ে দেশের নাগরিকদের আরও সচেতন ও উদ্বুদ্ধ করতে সরকার প্রায়শই নতুন নতুন নির্দেশিকার জারি করে থাকে। গত বুধবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডের বিষয়ে নতুন একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে আগামী তিন মাসের জন্য ভারতীয় নাগরিকরা আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেট (Demographic Update In Aadhaar Card) সম্পূর্ণ ফ্রীতে করতে পারবেন,এর জন্য কোনো ধরনের চার্জ লাগবে না। এমনিতে UIDAI এর জারি করা নিয়ম অনুসারে ডেমোগ্রাফিক আপডেট করলে ৫০ টাকা চার্জ করে দিতে হয় সকলকে। তবে এটা মনে রাখতে হবে শুধু মাত্র myaadhaar.uidai.gov.in নামক সরকারি পোর্টাল থেকে আপডেট করলে তবেই আপনি ফ্রীতে করাতে পারবেন। আধার কেন্দ্রে গিয়ে করালে আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হবে।

এই বিষয়ে UIDAI টুইট করে লিখেছে, “আপনার Aadhaar কে শক্তিশালী করতে ডেমোগ্রাফিক আপডেট করুন। যদি আপনার আধার 10 বছর আগে ইস্যু করা হয়ে থাকে এবং কখনই আপডেট করা না হয় – আপনি এখন 15 মার্চ – 14 জুন, 2023 এর মধ্যে অনলাইনে myaadhaar.uidai.gov.in-এ ‘বিনামূল্যে’ পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার নথিপত্র আপলোড করতে পারেন।”

(Driving License : এপ্রিল থেকে চিপযুক্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পাবেন রাজ্যবাসি)

বর্তমানে বেশিরভাগ সরকারি কাজে আধার কার্ডের প্রয়োজন হয়। তাই সকল নাগরিক যাতে নিজের আধার কার্ডকে নির্ভুল ও আপডেট রাখে সেই জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই নির্দেশিকায় সেই সমস্ত নাগরিকদের উপরে জোর দেওয়া হয়েছে যারা ১০ বছর আগে আধার কার্ড বানিয়েছে অথচ এখনও অব্দি একটাও ডকুমেন্ট আপডেট করেনি আধার কার্ডের সঙ্গে।

সরকারি কাজে যেহেতু আধার কার্ডের গুরুত্ব বেশি তাই সরকার চাইছে যেন সকলের আধার কার্ড নির্ভুল রাখে,নইলে নাগরিকরা আধার কার্ড প্রমাণ স্বরূপ দেখাতে গিয়ে বিভিন্ন সমস্যায় পরতে পারে।

কি ভাবে ফ্রীতে আপডেট করবেন আধার কার্ড জানুন :

১) প্রথমে myaadhaar.uidai.gov.in নামক সরকারি পোর্টালের প্রবেশ করুন।
২) এবার আপনার রেজিষ্টার করা মোবাইল নম্বর ও আধার নম্বরের মাধ্যমে লগ ইন করুন।
৩) প্রথমে আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করুন।
৪) এবার আপনার রেজিষ্টার করা ফোন নম্বরে ৬ অক্ষরের ওটিপি কোড যাবে সেই কোডটি লিখে লগ ইন করুন।
৫) আপনাকে নতুন পেজে নিয়ে যাবে যেখানে অনেক অপশন থাকবে তার মধ্যে ‘ডকুমেন্ট আপডেট’ নামক অপশনে ক্লিক করুন।
৬) এবার এই আধার আপডেট সংক্রান্ত কিছু তথ্য লেখা থাকবে আপনি চাইলে পড়তে পারেন। নিচের নেক্সট অপশনের ক্লিক করুন।
৭) এর পরে ধাপে আপনাকে ডেমোগ্রাফিক তথ্য যেমন নাম,জন্ম তারিখ,লিঙ্গ,ঠিকানা ইত্যাদি দিয়ে বক্সে টিক চিন্হ দিয়ে, নেক্সট অপশনের ক্লিক করুন।
৮) শেষে আপনাকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ এর জন্য ডকুমেন্ট আপডেট করতে হবে। তবে মনে রাখবেন যে ডকুমেন্টটি প্রমাণ হিসেবে আপডেট করবেন সেটির সাইজ যেন ২ এমবির মধ্যে হয় এবং ডকুমেন্ট ফরম্যাটটি JPEG, PNG অথবা PDF হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *