Nominee In Ration Card : আর লাইন দিতে হবে না রেশন দোকানে,বাড়িতে বসেই মিলবে রেশন।

0
nominee in ration card

রেশন গ্রাহকদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার। রাজ্যের সকল নাগরিক যাতে সহজেই রেশন সামগ্রী পান সেজন্য আগেই রেশন দোকানে চালু হয়েছে বায়োমেট্রিক পদ্ধতি (Biometric System In Ration Shop)। বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার ফলে কমেছে রেশন সামগ্রী নিয়ে কারচুপি। রাজ্যের মানুষ পরিবারের সকল সদস্যের আঙ্গুলের ছাপ মিলিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন সংগ্রহ করেন যার ফলে প্রকৃত রেশন গ্রাহকের কাছে পৌঁছে যায় রেশন সামগ্রী।

কিন্ত বাড়ির বয়স্ক বৃদ্ধ,বৃদ্ধা,বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি যাদের হাঁটাচলা করতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে প্রতিবার রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করা তারপর সেটিকে বাড়িতে বয়ে নিয়ে আসা অসুবিধাজনক। যার কারণে তারা তাদের প্রাপ্য রেশন সামগ্রী থেকে বঞ্চিত হন। এবার বয়স্ক,বিশেষ ভাবে সক্ষম নাগরিকরা যাতে বাড়িতে বসেই রেশন সামগ্রী পান তার জন্য মনোনয়ন বা নমিনেশন (Ration Card Nominee) পদ্ধতি চালু করল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা খাদ্য দপ্তর। এই পদ্ধতিতে বয়স্ক ব্যক্তির হয়ে রেশন সংগ্রহ করতে পারবেন তারই মনোনীত দু জন ব্যক্তি।

(Demographic Update In Aadhaar Card : ঘরে বসে বিনামূল্যে আপডেট করুন আধার কার্ড)

নমিনেশন কিভাবে চালু করতে হবে ?

নমিনেশন পদ্ধতি চালু করতে হলে ১৫ নম্বর ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই করা যাবে। অনলাইনে ফর্ম পূরণ করতে চাইলে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ গিয়ে ১৫ নম্বর ফর্ম পূরণ (Ration Card 15 No Form Fill Up) করতে হবে। অফলাইনে ফর্ম জমার ক্ষেত্রে নিকটবর্তী ফুড ইন্সপেক্টর অফিস থেকে ফর্ম সংগ্রহ করে সেখানেই জমা করতে হবে।

নমিনেশন পদ্ধতিতে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তি যে রেশন দোকান থেকে রেশন দ্রব্য পেয়ে থাকেন ওই রেশন দোকান থেকেই রেশন দ্রব্য পান এই এমন দুই জন ব্যক্তিকে মনোনীত করতে পারবেন,যারা ওই বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তির হয়ে রেশন সংগ্রহ করতে পারবেন। তবে মনোনীত ওই দুই জন ব্যক্তি নিজের পরিবারের বাইরে আলাদা আলাদা দুটি পরিবারের হতে হবে এবং প্রত্যেকেরই রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত থাকতে হবে। খাদ্য দপ্তর থেকে মনোনয়ন এপ্প্রুভ হলেই ওই দুই ব্যক্তি নিজেদের আঙুলের ছাপ ব্যবহার করেই বয়স্ক বা বিশেষভাবে অক্ষম ব্যক্তির হয়ে রেশন তুলতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *