UPI Charges : আর ফ্রী নয়,১ লা এপ্রিল থেকে ইউপিআই লেনদেনে দিতে হবে চার্জ।

0
upi transaction charges from 1st april

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে ১ লা এপ্রিল থেকে মার্চেন্ট ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে ১.১ শতাংশ পর্যন্ত হারে চার্জ নেওয়া চালু হবে। তবে টাকা লেনদেনের পরিমাণ ২০০০ টাকার বেশি হলে তবেই এই চার্জ কাটা হবে বলে জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।

কিন্তু ইউপিআই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি গুজব ছড়ায় যা রীতিমত ভাইরাল হয়ে যায় এবং মানুষ সেটিকে শেয়ার করতে থাকে। এই গুজবে বলা হয় যে,সব ধরনের ইউপিআই পেমেন্টর ক্ষেত্রে না কি ১.১ শতাংশ হারে (UPI Transaction Charges) চার্জ কাটবে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। গুজবটা সবার ফোনে ফোনে পৌঁছে যায়। শুধু তাই নয় অনেকেই সোশ্যাল মিডিয়াতে মিমের মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ ও হাসি তামাশা করতে থাকে, আবার অনেকেই ইউপিআই ছেড়ে নগদে ফিরে আসার কথা বলে।

(Pan Aadhaar Link Last Date : অর্থমন্ত্রক সময়সীমা বাড়ালেও দিতে হবে জরিমানা)

কিন্তু এই সমস্ত দাবিকে নাকচ করে আজ NPCI টুইটারে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয় যে শুধু মাত্র প্রিপেইড পেমেন্টের মাধ্যমে যে সব মার্চেন্ট ট্রানজেকশন হয়ে থাকে শুধু মাত্র তাদের ক্ষেত্রেই চার্জ কাটা হবে। অন্যান্য ইউপিআই পেমেন্টের উপরে কোনো ধরনের চার্জ নির্ধারণ করা হয়নি। আপনি নির্দ্বিধায় সম্পূর্ণ ফ্রীতে আগের মতনই অনলাইন পেমেন্ট করতে পারবেন ।

NPCI আরও জানিয়েছে যে ব্যাঙ্ক এবং প্রিপেইড ওয়ালেটের মধ্যে ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন বা ব্যক্তি-থেকে-ব্যবসায়ী কাছে লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের চার্জ কাটা হবে না।

লেনদেন গ্রহণ,প্রক্রিয়াকরণ এবং অনুমোদনের খরচ চালানোর জন্য ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হয়। এতে লেনদেন আরও ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু করা হবে।

এদিকে পেটিএমও (Paytm) ইন্টারচেঞ্জ ফি এবং ওয়ালেট ইন্টারঅপারেবিলিটির সম্বন্ধে NPCI এর জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কে টুইট করে জানায় যে,কোনো গ্রাহককে ইউপিআই থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা PPI/পেটিএম ওয়ালেট থেকে পেমেন্ট করার জন্য কোনো ধরনের চার্জ দিতে হবে না। দয়া করে এই বিষয়ে ভুল তথ্য ছড়াবেন না। মোবাইল পেমেন্ট আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

আরও একটি টুইটে তারা লেখে যে,আমাদের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। পেটিএম ইউপিআই বিনামূল্যে,দ্রুত, নিরাপদ এবং বিরামবিহীন পরিষেবা দিয়ে থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা PPI/পেটিএম ওয়ালেট থেকে ইউপিআই পেমেন্ট করার জন্য কোনও গ্রাহক কোনও প্রকারের চার্জ দিতে হবে না। এই টুইটে তারা আরও জানায় যে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য NPCI এর জারি করা বিবৃতিটি যেন সকলেই পড়ে।

অন্যদিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (PPI) ওয়ালেট গুলিকে ইন্টারঅপারেবল ইউপিআই ইকোসিস্টেমের অংশীদারিত্বের জন্য অনুমতি দিয়েছে এবং PPI ব্যবহার করার সময় ২০০০ এর উপরে ইউপিআই লেনদেনের উপর ১.১ শতাংশ চার্জ ধার্য করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *