শুরু হয়ে গেল নতুন নিয়মে UPSC CSE 2023 আবেদন;আবেদনের আগে সম্পূর্ণ জানুন।
১ ফেব্রুয়ারী থেকে শুরু হল ২০২৩ ইউপিএসসি (UPSC 2023) পরীক্ষার আবেদন। ইচ্ছুক পরীক্ষার্থীরা ইউপিএসসির (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদন করা যাবে কেবলমাত্র অনলাইনে। আবেদন করার শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ছ টা পর্যন্ত।
এই পরীক্ষায় উত্তীর্ণদের আইএএস (IAS Exam),আইপিএস (IPS),আইএফএস (IFS),আইআরএস (IRS) ইত্যাদি উচ্চপদে নিয়োগ করা হয়। এই পরীক্ষাটিকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষার মধ্যে ধরা হয়। প্রতি বছর লাখ লাখ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসে,তাদের মধ্যে থেকে উত্তীর্ণ হয় মোটামুটি ভাবে ১০০০ পরীক্ষার্থী। তবে অন্যান্য বারের তুলনায় এবারে মোট ১১০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া এবার থেকে ইউপিএসসি ফর্মফিলআপ পদ্ধতিতে নতুন নিয়ম চালু হয়েছে। প্রার্থীদের এবার থেকে ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে প্রার্থীকে বারংবার এসে রেজিস্ট্রেশন করতে হবে না।
(আরও পড়ুন : WBCS 2020 Final Result : অবশেষে প্রকাশিত হল ফলাফল,জেনে নিন কাট অফ মার্কস কত হল )
ইউপিএসসি (UPSC CSE 2023) পরীক্ষাটি তিনটি ধাপে সম্পূর্ণ হয়। প্রিলিমিনারী, মেইন ও ইন্টারভিউ। কেবলমাত্র প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণরাই মেইন পরীক্ষায় বসার সুযোগ পান। প্রিলিমিনারী পরীক্ষায় প্রাপ্ত নম্বর মেরিট লিস্ট তৈরির সময় যুক্ত হয় না। মেইন ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে রেজাল্ট প্রকাশ করা হয়। এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীর যে কোন সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন ডিগ্ৰী থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। ওবিসি ও এসটি,এসসিরা পরীক্ষার্থীরা কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। ২০২৩ সালের ইউপিএসসি প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ মে, মেইন পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর,২০২৩। বাকি গুরুত্বপূর্ণ তারিখগুলি জানতে চোখ রাখতে হবে অফিসিয়াল সাইটে।