চালু হচ্ছে বন্দে ভারত মেট্রো;কম সময়ে পৌছাতে আগে ভাগে জেনে নিন রুট।
ভারতর্ষের অন্যতম নামী,ব্যস্ততম ও সব থেকে পুরোনো রেলস্টেশন হচ্ছে হাওড়া স্টেশন বা হাওড়া জংশন। এবার সেই স্টেশনকে আরও উন্নত করতে উদ্যোগ নিয়েছে পূর্ব রেল দপ্তর। শুধু তাই নয় বন্দে মেট্রো নামক নতুন ট্রেন চালু করা হবে যা হাওড়া থেকে বর্ধমান অব্দি চলবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। হাওড়া স্টেশন দিয়ে রোজ প্রচুর মানুষ যাতায়াত করে। ২০১৯ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী হাওড়া স্টেশন দিয়ে প্রতিদিন ১০ লক্ষেরও বেশি মানুষ আসা যাওয়া করে ট্রেনের মাধ্যমে। আবার করোনার আগে এই সংখ্যায় ১৫ লক্ষ ছড়িয়ে যায় বলে জানিয়েছে রেল দপ্তর। এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা বর্তমানে ২৩টি এবং লাইন সংখ্যা ২৫টি। মেইল ও এক্সপ্রেস মিলিয়ে প্রতিদিন মোট ২৫২টি এবং ৫০০টি মতো লোকাল ট্রেন চলাচল করে।
আর এই বিপুল সংখ্যক যাত্রী ও ট্রেন সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার আগে লাইন ফাঁকা না পাওয়ার কারণে ট্রেন ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করে। ফলে নির্দিষ্ট সময়ের অনেক পরে পৌঁছায় যাত্রীরা। ট্রেনের কামরা গুলিতে যাত্রী সংখ্যা অত্যধিক বেশি হওয়ার কারণে প্রচন্ড ভিড়ের সম্মুখীন হতে হয় যাত্রীদের। এর ফলে অনেকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করে। এগুলি ছাড়াও আরও অনেক ছোটখাটো সমস্যা আছে যে গুলি সমাধানের জন্য রেলের তরফ থেকে হাওড়া স্টেশনে কে আরও উন্নত করার উদ্যোগ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
(আরও পড়ুন : Krishak Bandhu Status Check : দেখে নিন নতুন পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস)
এই বিষয়ে হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন বলেন ‘প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে যাত্রী চলাচলের সংখ্যা বাড়ছে। বর্তমানে হাওড়া স্টেশন থেকে ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। স্টেশন থেকে প্রায় ২৫০ জোড়া লোকাল ট্রেন এবং ২৫২টি মেল এবং এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। আর এই বিপুল সংখ্যক ট্রেন চালাতে কার্যত হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে।’
হাওড়া স্টেশন কে উন্নত করতে কি কি উদ্যোগ নিয়েছে রেল ?
প্রথমত হাওড়া বর্ধমান রুটে বন্দে ভারত মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে রেল যা একটি বড়ো ঘোষণা। এছাড়াও স্টেশন চত্বরকে যাত্রীদের জন্য আরও সুবিধাজনক করা,ট্রেনের সংখ্যা বাড়ানো,প্ল্যাটফর্ম সংখ্যা বৃদ্ধি,ট্রেনের কামরা বাড়ানো,উন্নত টেকনোলজি ব্যবহার করে লাইন সর্বদা ঠিক রাখা,ট্রেনের যেন নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছায় সে দিকে খেয়াল রাখা ইত্যাদি বিষয় কে সামনে রেখেছে পূর্ব রেল। বছরের শেষে দিক থেকেই এই কাজ শুরু হয়ে যাবে জানিয়েছে তারা।
বন্দে ভারত মেট্রো :
এই ট্রেনটি অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় অনেক বেশি উন্নত। এটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত থাকবে। যাত্রীদের স্বচ্ছন্দে জন্য থাকবে উন্নত সিট এবং উন্নত ব্যবস্থা। এই ট্রেন গুলি বড়ো দুটি স্টেশনের মধ্যে চলাচল করবে। এই বিষয়ে মণীশ জৈন বলেছেন – ‘কিছুদিন আগে রেলমন্ত্রী বন্দেভারত মেট্রোর কথা বলেছেন। সে ক্ষেত্রে হাওড়া-বর্ধমানের মধ্যে এই ট্রেন চালানোর ভাবনা চিন্তা করছে রেল। তাতে যাত্রীরা অনেক কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন।’