কলকাতায় চালু হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার,কবে কখন জানুন সেই খবর।
এবার পশ্চিমবঙ্গের বুকে বসতে চলেছে আমেরিকার বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) একটি শাখা। হ্যাঁ,এমনই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায়। একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই খবর তিনি জানিয়েছেন। এই বিষয় নিয়ে তাদের সাথে মৌ চুক্তি সাক্ষরের কথা বলেন তিনি। সামনে ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি প্রতিনিধি দল কলকাতায় আসার কথা আছে। তারা সব কিছু দেখে,পরীক্ষা নিরীক্ষা করে এই বিষয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। এই ট্রেন্ড সেন্টার তৈরি হলে রাজ্যের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতি আরও উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করছে রাজ্য সরকার।
(Campa Cola Reliance : মুকেশ আম্বানির হাত ধরে ৫০ বছর পর ভারতের বাজারে ফিরছে ক্যাম্পা কোলা)
এই ট্রেন্ড সেন্টার স্থাপনের জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কেবেছে নেওয়া হয়েছে। বিশ্বের নামি শহর গুলির তালিকায় কলকাতার নাম অন্যতম। কলকাতার সাথে বিশ্বের অন্য দেশে একটা বাণিজ্যিক যোগ আছে।
মুখ্যমন্ত্রীর মতে এই ট্রেন্ড সেন্টারের শাখা পশ্চিমবঙ্গে চালু হলে রাজ্যের কর্মসংস্থান যেমন বাড়বে তেমনই বাইরের দেশ গুলির সঙ্গে বাণিজ্যিক ঐক্য তৈরি হবে এবং রাজ্যের বাণিজ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে।
সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে একটি প্রতিনিধি দল ২১শে মার্চ শহরে আসবে। রাজ্য সরকারের সাথে একটি মও স্বাক্ষরিত হবে যার ভিত্তিতে এখানে শাখা অফিস স্থাপন করা হবে। এটি শুধুমাত্র রাজ্যগুলির মধ্যেই নয়,বিভিন্ন দেশের সাথেও বাণিজ্যের সুযোগ তৈরি করবে৷ এটা গর্বের বিষয় যে অফিসের জন্য পূর্বাঞ্চলের প্রধান শহর হিসেবে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে”।
এই বিষয়ে তিনি আরও বলেছেন “কলকাতা সমগ্র পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে। তাই এই শহরটিকে পূর্ব ভারতের প্রধান শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে। আমরাও চাই কলকাতা দেশের পূর্বাঞ্চলে শিল্পকর্মের প্রধান করিডোর হোক।”