রাজ্যের সিলেবাসে পড়ান হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স;তৈরি হল টাস্ক ফোর্স।
দ্রুত পাল্টে যাচ্ছে দুনিয়ার প্রযুক্তি। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রযুক্তিকে আপন করে নিতেই হবে। বর্তমান যুগ হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligenc) এর যুগ,যা বর্তমানে আমাদের অজান্তেই একটু একটু করে আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে,যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সারা বর্তমানে সারা বিশ্ব জুড়ে চলছে গবেষণা,পড়ানো হচ্ছে স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে,চালু হচ্ছে নিত্য নতুন কোর্স। তবে আগামীর ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ডের স্কুলগুলিতে পড়ান নিয়ে এতদিন সেই রকম কোন উদ্যোগ না দেখা গেলেও এবার এগিয়ে এল রাজ্যে শিক্ষা দপ্তর। রাজ্যের স্কুল গুলিতে এবার থেকে দেওয়া হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) পাঠ।
কিভাবে রাজ্যের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় এআই (AI) যোগ করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই টাস্কফোর্স গঠন করে ফেলেছে সরকার। ৮ সদস্যের এই টাস্ক ফোর্স ১৫ মার্চের মধ্যে তাদের চিন্তাভাবনার কথা জানাবেন। এই জন্য তারা এআই (AI) বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নেবেন।
(আরও পড়ুন : ভার্চুয়াল বৈঠকে সমগ্র শিক্ষা মিশন অভিযান প্রকল্পের আওতায় শিক্ষা খাতে বিপুল টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার)
এই ৮ সদস্যের কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে মাওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র,এছাড়া আছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়,বঙ্গবাসী কলেজের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সপ্তর্ষি গোস্বামী,রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভাইস চেয়ারপারসন কৌশিকী দাশগুপ্ত, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার,রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবারুণ ভট্টাচার্য,রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সোমদত্তা চক্রবর্তী ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
ইতিমধ্যেই ২৬ ফেব্রুয়ারী (রবিবার) নিজেদের মধ্যে বৈঠক সেরে ফেলেছেন এই ৮ সদস্যের টাস্ক ফোর্স। জানা গেছে সিবিএসই বোর্ড (CBSE) তাদের পাঠ্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালু করার তোরজোড় করলেও আপাতত তা স্থগিত রেখেছে,আইসিএসসি বোর্ড ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা শুরু করেছে বলে জানা যাচ্ছে। তারই মধ্যে রাজ্য স্কুল উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল রাজ্য শিক্ষা দপ্তর জানিয়ে দিল রাজ্যের পড়ুয়াদের তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াতে আগ্রহী।